বার্সেলোনার নতুন মৌসুমে আত্মবিশ্বাসী ফ্লিক

স্পোর্টস ডেস্ক
৩১ জুলাই ২০২৫, ০৮:৫৫
শেয়ার :
বার্সেলোনার নতুন মৌসুমে আত্মবিশ্বাসী ফ্লিক

বার্সেলোনার কোচ হিসেবে নিজের প্রথম মৌসুমটা স্মরণীয় করে রেখেছেন হান্সি ফ্লিক। তার অধীনে কাতালান ক্লাবটি ঘরোয়া ফুটবলে দারুণ সাফল্য পায়। নতুন মৌসুমের আগে সেই ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যাশা জানিয়েছেন জার্মান এই কোচ।

গত মৌসুমে ফ্লিকের কোচিংয়ে লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে—তিনটি ঘরোয়া শিরোপা জিতে নেয় বার্সেলোনা। চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের বিপক্ষে চারবারের দেখায় সব ম্যাচেই জয় তুলে নেয় দলটি, যার মধ্যে দুটি ছিল ফাইনাল। তবে চ্যাম্পিয়ন্স লিগে শেষ চারে গিয়ে ইন্টার মিলানের বিপক্ষে হেরে বিদায় নিতে হয় ইয়ামাল-রাফিনিয়াদের।

মৌসুম শেষে সন্তুষ্ট বার্সেলোনা কোচ ফ্লিকের সঙ্গে ২০২৭ সালের জুন পর্যন্ত চুক্তি নবায়ন করে। এশিয়া সফরে প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার ক্লাব সিউল এফসির বিপক্ষে ম্যাচের আগে ৬০ বছর বয়সী এই কোচ বলেন, `আমরা গত মৌসুমের সাফল্যের পুনরাবৃত্তি করতে চাই। প্রতিটি ম্যাচে জয়ের মানসিকতা নিয়েই নামব মাঠে। মৌসুমটি কঠিন হবে, তবে আমরা ইতিবাচকভাবে প্রস্তুত হচ্ছি।‘

চলতি দলবদল মৌসুমে তিন নতুন খেলোয়াড় নিয়ে স্কোয়াডে শক্তি বাড়িয়েছে বার্সা। স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়া ও সুইডিশ তরুণ উইঙ্গার রুনি বার্দগিকে কিনেছে তারা। পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে এনেছে ইংলিশ ফরোয়ার্ড মার্কাস র‍্যাশফোর্ডকে।

রবিবার জাপানি ক্লাব ভিসেল কোবের বিপক্ষে ৩-১ গোলে জয় পাওয়া ম্যাচে এই তিনজনই বার্সেলোনার হয়ে অভিষেক করেন। বার্দগি একটি গোল করেন, আর সেই গোলে সহায়তা করেন র‍্যাশফোর্ড। ফ্লিক এই ইংলিশ তারকাকে ঘিরে ভরসা রাখছেন, ‘মার্কাস দারুণ মানের ফুটবলার। ইউনাইটেডে তার শুরু থেকেই আমি তাকে অনুসরণ করে আসছি। আশা করি, আমাদের জন্য সে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দলবদল নিয়ে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার মতোই ফ্লিকও মনে করেন, স্কোয়াড এখন যথেষ্ট পরিপূর্ণ। ‘আমার দলে প্রতিটি পজিশনের জন্য কমপক্ষে দুইজন, আর কিছু পজিশনে তিনজন করে বিকল্প রয়েছে। এটা নিঃসন্দেহে একটা ভারসাম্যপূর্ণ দল এবং আমি সন্তুষ্ট।’

তরুণ তারকা লামিনে ইয়ামাল গত মৌসুমে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। মাত্র ১৮ বছর বয়সে ১৮ গোল ও ২১ অ্যাসিস্ট করে বার্সার আক্রমণভাগে বড় ভূমিকা রাখেন তিনি। সবচেয়ে কম বয়সে ক্লাবটির হয়ে ১০০ ম্যাচ খেলার কীর্তিও গড়েছেন এই উইঙ্গার। প্রশংসায় ভাসিয়ে ফ্লিক বলেন, ‘ইয়ামাল একজন অসাধারণ প্রতিভা। সে যে কোনো সময় ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারে। আমি গর্বিত, সে আমার দলে আছে এবং অবশ্যই আগামী ম্যাচেও খেলবে।’