ছিটকে গেলেন স্টোকস, ইংল্যান্ড দলে একাধিক পরিবর্তন
ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ওভালে অনুষ্ঠেয় ওই ম্যাচের আগে কাঁধের ইনজুরিতে পড়েছেন তিনি। স্টোকস না থাকায় ইংলিশদের অধিনায়কত্ব করবেন ওলি পোপ। এছাড়া, স্টোকসের ব্যাটিং পজিশন ছয় নম্বরে নামবেন স্পিন অলরাউন্ডার জ্যাকব বেথেল।
বোলিং লাইন আপেও এসেছে তিনটি পরিবর্তন। বাদ পড়েছেন দুই পেসার জোফরা আর্চার ও ব্রাইডন কার্স এবং স্পিনার লিয়াম ডসন। একাদশে জায়গা পেয়েছেন গাস অ্যাটকিনসন, জশ টং এবং জেমি ওভারটন। জায়গা ধরে রেখেছেন ক্রিস ওকস।
ম্যানচেস্টারে হওয়া চতুর্থ টেস্টের শেষ তিন দিনই ইনজুরির সঙ্গে লড়াই করতে হয়েছে স্টোকসকে। প্রথম ইনিংসে ২৪ ওভার বল করলেও দ্বিতীয় ইনিংসে তিনি মাত্র ১১ ওভার বল করেন। স্টোকসকে হারানো ইংল্যান্ডের জন্য এটি একটি বড় ধাক্কা। কারণ পরপর দুই ম্যাচেই ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন তিনি।
ম্যানচেস্টারে ভারতের প্রথম ইনিংসে তিনি বল হাতে ৭২ রানের বিনিময়ে ৫ উইকেট নেন, এরপর ব্যাট হাতে ১৪১ রান করেন। একই টেস্টে পাঁচ উইকেট ও সেঞ্চুরি করা চতুর্থ ইংল্যান্ডের খেলোয়াড় তিনি। স্বাভাবিকভাবেই এটি ইংল্যান্ডের পেস আক্রমণকে দুর্বল করবে। বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই নামছে ইংল্যান্ড। খণ্ডকালীন কাজ চালাতে পারবেন বেথেল ও রুট।
পঞ্চম টেস্টে ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, জেমি ওভারটন ও জশ টাং।