তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে চূড়ায় অভিষেক

​ স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১৬:১২
শেয়ার :
তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে চূড়ায় অভিষেক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলেননি অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড। তাতে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন এই বিধ্বংসী ব্যাটার। এ কারণে লাভ হয়েছে আইপিএলে তার দল সানরাইজার্স হায়দরাবাদের ওপেনিং সতীর্থ অভিষেক শর্মার। দুই থেকে চূড়ায় উঠে গেছেন তিনি। 

৮২৯ রেটিং পয়েন্ট বাঁহাতি ব্যাটার অভিষেকের। আর হেডের রেটিং পয়েন্ট এখন ৮১৪। টি-টোয়েন্টি ইতিহাসে ভারতের তৃতীয় ব্যাটার হিসেবে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠলেন অভিষেক। এর আগে, সূর্যকুমার যাদব ও বিরাট কোহলির ছিল এই কীর্তি। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করার পথে দুর্দান্ত খেলেছেন অস্ট্রেলিয়ার জশ ইংলিস। ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ারসেরা নবম স্থানে আছেন তিনি। ১২ ধাপ এগিয়ে ১৮ নম্বরে টিম ডেভিড।

বিশাল লাফ দিয়েছেন একই সিরিজে সর্বোচ্চ ২০৫ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতা ক্যামেরন গ্রিন। ৬৪ ধাপ এগিয়ে এখন তিনি ২৪তম স্থানে।

টি-টোয়েন্টি বোলারদের মধ্যে সবার ওপরে নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। টি-টোয়েন্টির অলরাউন্ডারদের মধ্যে আগের মতোই সবার ওপরে ভারতের হার্দিক পান্ডিয়া।

ওল্ড ট্র্যাফোর্ডে ড্র হওয়া ইংল্যান্ড-ভারতের চতুর্থ টেস্টের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে আজ বুধবার প্রকাশিত র্যাঙ্কিংয়ের হালনাগাদে। এই টেস্টে ১৫০ রানের ইনিংস খেলে শীর্ষস্থান আরও মজবুত করেছেন ইংল্যান্ড তারকা জো রুট (৯০৪ রেটিং পয়েন্ট)। পরের স্থানগুলোতে যথাক্রমে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।

এদিকে, অলরাউন্ডারদের মধ্যে এক ধাপ এগিয়ে তিনে উঠে এসেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। এই তালিকায় সবার ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা। দুইয়ে বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ। টেস্ট বোলারদের মধ্যে সবার ওপরে আগের মতোই জাসপ্রিত বুমরাহ।