অনেক দিনের চুক্তিতে লিভারপুল থেকে বায়ার্নে দিয়াস

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১৫:৫৫
শেয়ার :
অনেক দিনের চুক্তিতে লিভারপুল থেকে বায়ার্নে দিয়াস

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল থেকে কলম্বিয়ান তারকা লুইস দিয়াসকে দলে ভিড়িয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত অর্থাৎ, আগামী ৫ বছরের জন্য ক্লাবটিতে যোগ দিয়েছেন দিয়াস। সেখানে ১৪ নম্বর জার্সি পরবেন তিনি। 

দিয়াসকে ভিড়িয়ে বায়ার্নের সিইও জান-ক্রিশ্চিয়ান ড্রিসেন বলেছেন, ‘লুইস দিয়াসের মাধ্যমে আমরা প্রিমিয়ার লিগের সেরা বাঁ পায়ের উইঙ্গারদের একজনকে আনতে সফল হয়েছি।... একজন শীর্ষ আন্তর্জাতিক খেলোয়াড় পেয়ে আমরা আনন্দিত, তিনি আমাদের দলকে গুরুত্বপূর্ণ প্রেরণা দেবেন এবং বুন্দেসলিগাকেও সমৃদ্ধ করবেন।’

বায়ার্নে ভিড়ে দিয়াস বলেন, ‘আমি খুব খুশি, বায়ার্নে যোগ দিতে পারা আমার কাছে অনেক অর্থবহ। তারা বিশ্বের অন্যতম বৃহৎ ক্লাব। আমি আমার নতুন দলকে আমার ফুটবল খেলার ধরন ও কৌশল দিয়ে সাহায্য করতে চাই। আমার লক্ষ্য হলো সম্ভাব্য সকল শিরোপা জয় করা, এবং এর জন্যই আমরা একটি দল হিসেবে নিয়মিত কাজ করব।’

জন্মস্থান কলম্বিয়ার দ্বিতীয় বিভাগের ক্লাব ব্যারানকুইলা এফসিতে একজন পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন ২৮ বছর বয়সী দিয়াস। একই ক্লাবে ২০১৬ সালে সিনিয়র দলের হয়ে অভিষেক হয়েছিল তার। এরপর প্রথম বিভাগের ক্লাব অ্যাতলেটিকো জুনিয়রে যোগ দেন তিনি। ক্লাবটির হয়ে দুই মৌসুমে দুবার লিগ এবং কলম্বিয়ান কাপ এবং সুপার কাপ জিতেছিলেন। ২০১৯ সালের গ্রীষ্মে পোর্তোতে চলে যান দিয়াস। পর্তুগিজ ক্লাবের হয়ে মোট ১২৫টি ম্যাচ খেলে ৪১টি গোল করেন তিনি। এখানেও দিয়াস দুটি লিগ চ্যাম্পিয়নশিপ এবং দুটি কাপ জিতেছেন, পাশাপাশি পর্তুগিজ সুপার কাপেও শিরোপা জয় করেছেন।

দিয়াস লিভারপুলে যোগ দেন ২০২২ সালের জানুয়ারিতে। অল রেডসদের হয়ে ১৪৮টি প্রতিযোগিতামূলক খেলায় অংশগ্রহণ করেন। যেখানে ৪১টি গোল ও ২৩টি অ্যাসিস্ট করেন তিনি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ, এফএ কমিউনিটি শিল্ড এবং ইংলিশ লিগ কাপ দুবার জিতেছেন। দিয়াজ ২০১৮ সাল থেকে কলম্বিয়ার জাতীয় দলের হয়ে খেলেছেন। তিনি এখন পর্যন্ত ৬৪টি আন্তর্জাতিক খেলায় ১৯টি গোল করেছেন এবং ২০২০-২১ কোপা আমেরিকায় সর্বোচ্চ গোলদাতা ছিলেন।