ওভার করতে এসে ১৮ বল করলেন, তবু শেষ হয়নি

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ১৪:৪৮
শেয়ার :
ওভার করতে এসে ১৮ বল করলেন, তবু শেষ হয়নি

অস্ট্রেলিয়া বনাম পাকিস্তানের 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস' ম্যাচে ঘটে গেল ব্যতিক্রমী এক ঘটনা। অস্ট্রেলিয়ার পেসার জন হ্যাস্টিংস ওভার করতে এসে বল করেন ১৮টি, যার মধ্যে ১২টি ওয়াইড ও একটি নো বল। এমন ঘটনা ক্রিকেটে খুবই বিরল।

ইংল্যান্ডের লেস্টারে অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে জয়ের জন্য দরকার ছিল মাত্র ৭৫ রান। ইনিংসের অষ্টম ওভারে বল করতে আসেন হ্যাস্টিংস। শুরুতেই অফ-স্টাম্পের বাইরে একের পর এক পাঁচটি ওয়াইড দেন তিনি।

এরপর একটি সিঙ্গল, একটি চার, তারপর আবার নো বল ও আরও একটি ওয়াইড। লাইন ঠিক করতে গিয়ে প্রথমে রাউন্ড দ্য উইকেট, পরে আবার ওভার দ্য উইকেটে যান—তবুও নিয়ন্ত্রণ আনতে পারেননি। ওভারে মোট ১২টি ওয়াইড ও ১টি নো বলসহ ৫টি বৈধ বল করতে পেরেছিলেন তিনি। তার ওভার শেষ হওয়ার আগেই জয় নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের।

এর আগে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় মাত্র ৭৪ রানে। পাকিস্তানের সাঈদ আজমল ১৬ রানে নেন ৬ উইকেট। ৪৯/২ থেকে ২৫ রানে শেষ ৮ উইকেট হারায় অস্ট্রেলিয়া। পাকিস্তান কোনো উইকেট না হারিয়ে সহজেই জয় তুলে নেয়। শারজিল খান ৩২ ও মাকসুদ ২৮ রানে অপরাজিত থাকেন।

এই ম্যাচে হেস্টিংসের ওই অদ্ভুত ওভার সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়, যা অনেকের কাছেই হয়ে উঠেছে কৌতুকের উপাদান।