কলকাতার প্রধান কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত

স্পোর্টস ডেস্ক
৩০ জুলাই ২০২৫, ০৯:১০
শেয়ার :
কলকাতার প্রধান কোচের পদ ছাড়লেন চন্দ্রকান্ত

আইপিএলের পরবর্তী আসরে কলকাতা নাইট রাইডার্সের ডাগআউটে আর দেখা যাবে না চন্দ্রকান্ত পণ্ডিতকে। ফ্র্যাঞ্চাইজিটির প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ভারতের সাবেক কিপার-ব্যাটসম্যান।

২০২২ সালের আগস্টে ব্রেন্ডন ম্যাককালামের স্থলাভিষিক্ত হয়ে কলকাতার প্রথম ভারতীয় প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ঘরোয়া ক্রিকেটে সফল এই কোচ। তার অধীনেই ২০২৪ আইপিএলে দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তোলে কলকাতা নাইট রাইডার্স।

তবে ২০২৫ আইপিএলের আগেই সেই সফল অধ্যায়ের ইতি টানলেন ৬৩ বছর বয়সী পণ্ডিত। মঙ্গলবার এক বিবৃতিতে তার বিদায়ের খবর জানায় ফ্র্যাঞ্চাইজিটি।

বিবৃতিতে বলা হয়, ‘চান্দ্রাকান্ত পাণ্ডিত নতুন চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ হিসেবে আর থাকছেন না। তার অসামান্য অবদানের জন্য আমরা কৃতজ্ঞ—বিশেষ করে ২০২৪ সালে আইপিএল শিরোপা জয়ে তার ভূমিকার জন্য। তিনি আমাদের একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক দল গঠনে সহায়তা করেছেন। ভবিষ্যতের জন্য আমরা তাকে শুভকামনা জানাই।’

আইপিএল ইতিহাসে ভারতীয় দুই কোচের অধীনে শিরোপা জয়ের নজির রয়েছে। একজন আশিস নেহরা, যিনি ২০২২ সালে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন। অন্যজন চন্দ্রকান্ত পণ্ডিত।

তিন আসরে কলকাতার কোচ হিসেবে ৪২ ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি। এর মধ্যে দল জয় পায় ২২ ম্যাচে, হারে ১৮টিতে, বাকি দুটি ম্যাচের ফল হয়নি।

তবে গত আইপিএলটা চাওয়া মতো কাটেনি কলকাতার জন্য। নতুন অধিনায়ক আজিঙ্কা রাহানের নেতৃত্বে তারা ১৪ ম্যাচে মাত্র পাঁচটিতে জয় পেয়ে পয়েন্ট তালিকায় অষ্টম স্থান অর্জন করে।