রোনালদোর আল নাসরে যোগ দিলেন ফেলিক্স
নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জ নিতে ইউরোপ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমালেন পর্তুগিজ ফরোয়ার্ড হোয়াও ফেলিক্স। জাতীয় দলের অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল নাসরের সঙ্গে দুই বছরের চুক্তিতে যোগ দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেলিক্সের দলবদলের বিষয়টি নিশ্চিত করে আল নাসর।
২০১৯ সালে বেনফিকা থেকে প্রায় ১২৬ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফিতে আতলেতিকো মাদ্রিদে নাম লেখান ফেলিক্স, যা তখন ছিল ক্লাবটির রেকর্ড সাইনিং। তবে স্পেনের ক্লাবটিতে প্রত্যাশা অনুযায়ী নিজেকে প্রমাণ করতে পারেননি। পরবর্তীতে ধারে খেলেছেন চেলসি ও বার্সেলোনার হয়ে।
২০২৪ সালে পাকাপাকিভাবে চেলসিতে যোগ দিলেও সেখানেও খুব বেশি সাফল্য আসেনি। দলবদলের পরে মাত্র ১২ ম্যাচ খেলে করেন একটি গোল। এরপর গত মৌসুমে ধারে যান এসি মিলানে, সেখানে ১৫ ম্যাচে করেন ২ গোল। ধারাবাহিকতা ও জায়গা হারানো ফেলিক্স এবার ইউরোপীয় ক্লাব ফুটবল ছেড়ে নাম লেখালেন সৌদি প্রো লিগে।
২০১৯ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর এখন পর্যন্ত ৪৫ ম্যাচে ৯টি গোল করেছেন ফেলিক্স। নতুন ক্লাবে রোনালদোর সঙ্গে জুটি বেঁধে নিজেকে নতুন করে প্রতিষ্ঠার লক্ষ্যে এবার মাঠে নামবেন তিনি।