সিটির অনুশীলনে ফিরলেও গ্রিলিশের ভবিষ্যৎ অনিশ্চিত
দীর্ঘদিন দলের বাইরে ছিলেন, ছিলেন না ক্লাব বিশ্বকাপের স্কোয়াডেও। নানা গুঞ্জন আর অনিশ্চয়তার মধ্যে অবশেষে ম্যানচেস্টার সিটির অনুশীলনে ফিরেছেন জ্যাক গ্রিলিশ। তবে এতেও তার ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু জানা যাচ্ছে না।
ইএসপিএন জানিয়েছে, ইংলিশ এই মিডফিল্ডারকে দলে টানতে আগ্রহী এভারটন ও ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। সিটিতে আপাতত তার জন্য নিয়মিত খেলার জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম।
২০২১ সালে অ্যাস্টন ভিলা থেকে প্রায় ১০০ মিলিয়ন পাউন্ডে সিটিতে যোগ দেন গ্রিলিশ। শুরুতে পারফরম্যান্সে ছিলেন নজরকাড়া, বিশেষ করে ২০২২-২৩ মৌসুমে সিটির ঐতিহাসিক ট্রেবল জয়ের অভিযানে ছিলেন গুরুত্বপূর্ণ সদস্য। কিন্তু সেই ফর্ম ধরে রাখতে পারেননি। গত মৌসুমে ছিলেন ছন্দহীন, বেঞ্চেই কেটেছে অধিকাংশ সময়।
ফর্মহীনতায় জুন-জুলাইয়ে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা পাননি তিনি। এরপর সিটি কোচ পেপ গুয়ার্দিওলা সাফ জানিয়ে দেন, খেলার সময় বাড়াতে হলে ক্লাব বদল করাই হবে সেরা সিদ্ধান্ত।
এরপর দীর্ঘদিন একা অনুশীলনে সময় কাটানোর পর অবশেষে সোমবার প্রাক-মৌসুম প্রস্তুতিতে দলের সঙ্গে যোগ দেন ২৯ বছর বয়সী গ্রিলিশ। তবে তা কেবল সাময়িক সমাধান বলেই মনে করছে ক্লাবটি।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, ম্যানচেস্টার সিটি তাকে স্থায়ীভাবে বিক্রির চেষ্টা চালাচ্ছে। তবে ইউরোপিয়ান গ্রীষ্মকালীন দলবদলের সময়সীমা দ্রুত শেষ হয়ে আসায়, আপাতত ধারে পাঠানোর পথেই হাঁটছে ক্লাবটি।
এখনও সিটির সঙ্গে গ্রিলিশের চুক্তির মেয়াদ আছে দুই বছর। তবে চুক্তি থাকা সত্ত্বেও তাকে নিয়ে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় খুব একটা জায়গা দেখা যাচ্ছে না। নতুন মৌসুম শুরুর আগে তাই তার দলবদল হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।