এএফসি নারী এশিয়ান কাপ /

কোন গ্রুপে বাংলাদেশ-প্রতিপক্ষ কারা, জানা গেল

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১৬:০৩
শেয়ার :
কোন গ্রুপে বাংলাদেশ-প্রতিপক্ষ কারা, জানা গেল

প্রথমবারের মতো নারী এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশের সামনে এবার অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। ড্র অনুযায়ী ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়ন চীন, বর্তমান চ্যাম্পিয়নও তারা। সেই সঙ্গে আছে শক্তিশালী উত্তর কোরিয়া ও মধ্য এশিয়ার দল উজবেকিস্তান।

আজ মঙ্গলবার অস্ট্রেলিয়ার সিডনি টাউন হলে অনুষ্ঠিত হয় ১২ দলের চূড়ান্ত ড্র অনুষ্ঠান। সেখানে ফিফা র‌্যাঙ্কিং অনুযায়ী পট-৪ থেকে বাংলাদেশের জায়গা হয় ‘বি’ গ্রুপে।

এই গ্রুপে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে র‌্যাঙ্কিংয়ে—১২৮তম স্থানে। অন্যদিকে উত্তর কোরিয়া রয়েছে ফিফার নবম স্থানে, চীন ১৭তম, আর উজবেকিস্তান ৫১তম স্থানে। র‌্যাঙ্কিং বিচারে বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিপক্ষ উজবেকিস্তান।

ড্র অনুষ্ঠানে প্রতিটি দেশের কোচ ও অধিনায়ককে আমন্ত্রণ জানানো হলেও বাংলাদেশের কেউ উপস্থিত ছিলেন না। অনুপস্থিত ছিলেন জাপান, উত্তর কোরিয়া, ইরান ও ফিলিপিন্স দলের প্রতিনিধিরাও। তাই ট্রফির সামনে সিডনির হারবার ফ্রন্টে আয়োজিত ফটোসেশনে দেখা যায়নি এই দলগুলোর কাউকে।

বাকি গ্রুপগুলো

‘এ’ গ্রুপ: অস্ট্রেলিয়া (স্বাগতিক), দক্ষিণ কোরিয়া, ফিলিপিন্স, ইরান

‘সি’ গ্রুপ: জাপান, ভিয়েতনাম, চাইনিজ তাইপে, ভারত

আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপের মূল আসর। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল এবং তিন গ্রুপ মিলিয়ে সেরা দুটি তৃতীয় স্থান পাওয়া দল যাবে নকআউট পর্বে।

এই টুর্নামেন্ট থেকেই নির্ধারিত হবে ২০২৭ উইমেন’স বিশ্বকাপের ছয়টি টিকিট। এছাড়া কোয়ার্টার-ফাইনালের আট দলই সরাসরি খেলবে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকসে।

র‌্যাঙ্কিং অনুযায়ী পট ভাগ:

পট-১: অস্ট্রেলিয়া, জাপান, উত্তর কোরিয়া

পট-২: চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম

পট-৩: চাইনিজ তাইপে, ফিলিপিন্স, উজবেকিস্তান

পট-৪: ভারত, ইরান, বাংলাদেশ

বাংলাদেশের জন্য এটি শুধু ইতিহাস গড়া সুযোগ নয়, বরং বড় মঞ্চে নিজেদের পরখ করে দেখারও মুহূর্ত। তবে প্রতিপক্ষের মানের তুলনায় চ্যালেঞ্জটা নিঃসন্দেহে অনেক কঠিন।