অ্যাশেজের মাঝে আরও এক প্রস্তুতি ম্যাচ পাচ্ছে ইংল্যান্ড
আগামী অ্যাশেজ সিরিজকে সামনে রেখে প্রথমে বলা হয়েছিল, ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচই ইংল্যান্ড টেস্ট দলের একমাত্র অনুশীলন সুযোগ। তবে এবার নিশ্চিত হলো—সিরিজ চলাকালেই তারা পাচ্ছে আরও একটি প্রস্তুতি ম্যাচের সুযোগ।
আগামী ২৯ ও ৩০ নভেম্বর, ক্যানবেরার মানুকা ওভালে হবে দুই দিনের এই ম্যাচ। প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার’স একাদশ। দিন-রাতের এই ম্যাচে ব্যবহার করা হবে গোলাপি বল, যা ইংল্যান্ডকে ব্রিজবেনে অনুষ্ঠিতব্য ডে-নাইট টেস্টের আগে অতিরিক্ত প্রস্তুতির সুযোগ দেবে।
অস্ট্রেলিয়ায় সফরকারী দলের বিপক্ষে প্রাইম মিনিস্টার’স একাদশ নামের এই দলটির ম্যাচ বহুদিন ধরেই চলে আসছে। আগে এই ম্যাচ হতো একদিনের ফরম্যাটে। তবে ২০২২-২৩ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের সফর থেকে এটি রূপ নেয় দুই দিনের ম্যাচে। গত মৌসুমে ভারতের বিপক্ষেও আয়োজন করা হয় এমন একটি ম্যাচ, যা প্রথম দিন বৃষ্টিতে ভেসে যাওয়ায় শেষ পর্যন্ত একদিনের ম্যাচে পরিণত হয়।
২১ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে এবারের অ্যাশেজ সিরিজ। তার আগে, ১৩–১৫ নভেম্বর, পার্থের লিঙ্কন হিলে ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড টেস্ট দল। যদিও এই ম্যাচ মূলত সেন্টার উইকেটে অনুশীলনের মতো আয়োজন, তবু দর্শকদের আগ্রহ তুঙ্গে—প্রথম দিনের সব টিকিট বিক্রি হয়ে গেছে ইতোমধ্যে।
এরপর দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর, ব্রিজবেনে, যেটি হবে গোলাপি বলে দিন-রাতের টেস্ট। সিরিজের পরবর্তী তিন টেস্ট হবে যথাক্রমে অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে।