জাতীয় বক্সিংয়ে অভিষেকেই ফাইনালে জিনাত ফেরদৌস

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১৫:২৬
শেয়ার :
জাতীয় বক্সিংয়ে অভিষেকেই ফাইনালে জিনাত ফেরদৌস

জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে প্রথমবার অংশ নিয়েই নজর কেড়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বক্সার জিনাত ফেরদৌস। ৫২ কেজি ওজন শ্রেণিতে দুর্দান্ত পারফরম্যান্স করে উঠেছেন ফাইনালে।

আজ মঙ্গলবার মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে আয়শা খাতুনকে সহজেই পরাজিত করেন জিনাত। এই ওজন বিভাগে প্রতিযোগী ছিলেন মাত্র ছয়জন। ফলে তিনি ‘বাই’ পেয়ে সরাসরি সেমিফাইনালে খেলার সুযোগ পান।

এবারই জাতীয় পর্যায়ে তার প্রথম অংশগ্রহণ, যেখানে তিনি খেলছেন নরসিংদীর গুডওয়েল বক্সিং ক্লাবের হয়ে। তবে এর আগেই আন্তর্জাতিক অঙ্গনে নিজের জাত চিনিয়েছেন এই প্রতিভাবান বক্সার।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক বক্সিং প্রতিযোগিতায় ৪৮–৫০ কেজি ক্যাটাগরিতে সোনা জিতেছিলেন জিনাত। পর্তুগালের ব্রাগা ওপেন বক্সিংয়েও নিজের ইভেন্টে শিরোপা জেতেন। পাশাপাশি পোল্যান্ডে একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ব্রোঞ্জও এসেছে তার ঝুলিতে।

দেশের জাতীয় আসরে এই অভিষেকও যেন তার আন্তর্জাতিক অভিজ্ঞতারই স্বীকৃতি। এখন দেখার পালা, তিনি কি না এবার স্বর্ণপদক নিয়েই ফিরবেন চ্যাম্পিয়নশিপ থেকে।