কলম্বিয়ার বিপক্ষে হেরে আর্জেন্টিনার বিদায়

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১৩:২২
শেয়ার :
কলম্বিয়ার বিপক্ষে হেরে আর্জেন্টিনার বিদায়

পুরুষদের কোপা আমেরিকার ফাইনালে গত বছর কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার সেই প্রতিপক্ষের কাছেই হেরে শিরোপার লড়াই থেকে ছিটকে গেল তাদের নারী দল। সেমিফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয়েছে আর্জেন্টিনাকে, আর কলম্বিয়ান নারীরা পা রাখল ফাইনালে।

ইকুয়েডরের কুইটোতে আজ মঙ্গলবার অনুষ্ঠিত হয় প্রথম সেমিফাইনাল। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোল করতে না পারায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫–৪ গোলের ব্যবধানে জয় তুলে নেয় কলম্বিয়া। এই হারে শেষ হয়ে যায় ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখার স্বপ্ন।

দ্বিতীয় সেমিফাইনালে বুধবার ভোরে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে। আর ২ আগস্ট রবিবার অনুষ্ঠিত হবে ফাইনাল।

এদিন পুরো ম্যাচ জুড়েই আর্জেন্টিনার ওপর প্রভাব বিস্তার করে খেলেছে কলম্বিয়া। বল দখল ও আক্রমণে এগিয়ে থেকেও গোলের দেখা পায়নি তারা। আর্জেন্টিনাও কোনো উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারেনি।

পেনাল্টি শুটআউটে দুই দলের প্রথম পাঁচ শটেই বল জালে জড়ায় চারবার করে। তবে ষষ্ঠ শটে পার্থক্য গড়ে দেন কলম্বিয়ার ওয়েন্ডি বনিলা এবং আর্জেন্টিনার ইলিয়েনা স্টিবেলের ব্যর্থতায় ম্যাচটি চলে যায় কলম্বিয়ার পক্ষে।

এই জয়ে শুধু ফাইনালেই নয়, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসে মেয়েদের ফুটবলের মূলপর্বেও জায়গা করে নিয়েছে কলম্বিয়া। অলিম্পিকে এবার মোট ১৬টি নারী দল অংশ নেবে, তার মধ্যে একটি নিশ্চিত করল তারা।

নারী কোপা আমেরিকার এটি দশম আসর। এর আগে ৯ আসরের মধ্যে ৮ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। একমাত্র ব্যতিক্রম ২০০৬ সালে, যখন ঘরের মাঠে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবার ব্রাজিল শিরোপা জিতলে এটি হবে তাদের টানা পঞ্চম শিরোপা।