বসুন্ধরা কিংসে কিউবা মিচেল, নতুন কোচ সের্জিও ফারিয়াস

স্পোর্টস ডেস্ক
২৯ জুলাই ২০২৫, ১২:৪১
শেয়ার :
বসুন্ধরা কিংসে কিউবা মিচেল, নতুন কোচ সের্জিও ফারিয়াস

দলবদলের মাঝপথে বড় চমক দিয়েছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাবটি ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডের যুব দলে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার কিউবা মিচেলকে তিন বছরের জন্য দলে টেনেছে। পাশাপাশি কোচিং স্টাফেও আসছে বড় পরিবর্তন—ভ্যালেরি তিতের বিদায়ের পর ডাগআউটের দায়িত্ব নিতে যাচ্ছেন ব্রাজিলিয়ান কোচ সের্জিও ফারিয়াস।

ক্লাবের সভাপতি ইমরুল হাসান একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘প্রিমিয়ার লিগ ও এএফসি চ্যালেঞ্জ লিগ সামনে রেখে আমরা দলের শক্তি বাড়াতে কিউবা মিচেলকে নিয়েছি। আগামী মৌসুমে কোচ হিসেবে থাকবেন ব্রাজিলিয়ান সের্জিও ফারিয়াস।’

১৯ বছর বয়সী কিউবার জন্ম ইংল্যান্ডে। তার মা বাংলাদেশের, আর বাবা জ্যামাইকান। ইংল্যান্ড ও জ্যামাইকার পাসপোর্ট থাকায় দুটি দেশের হয়েই খেলার সুযোগ ছিল তার সামনে। তবে গত জুনে বাংলাদেশের পাসপোর্ট নেওয়ার মাধ্যমে বাংলাদেশের জাতীয় দলে খেলার দরজা খুলে দিয়েছেন তিনি। এখন অপেক্ষা শুধুই ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদনের।

বার্মিংহ্যাম সিটির একাডেমিতে ক্যারিয়ার শুরু করা মিচেল ২০২২ সালে যোগ দেন সান্ডারল্যান্ডের অনূর্ধ্ব-১৮ দলে। গত বছর জুলাইয়ে উঠে যান ক্লাবটির অনূর্ধ্ব-২১ স্কোয়াডে।

এদিকে কোচিংয়ের বড় অভিজ্ঞতা নিয়ে ঢাকায় আসছেন সের্জিও ফারিয়াস। ৫৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান কোচ এর আগে ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলসহ ছোট-বড় মিলিয়ে ১৫টি ক্লাবের কোচ ছিলেন। সর্বশেষ দায়িত্ব পালন করেছেন কুয়েত প্রিমিয়ার লিগের ক্লাব কাজমা স্পোর্টিংয়ের হয়ে। কিংসের সঙ্গে তার চুক্তি এক বছরের।

২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অভিষেকের পর টানা পাঁচ মৌসুম শিরোপা জেতে বসুন্ধরা কিংস, অস্কার ব্রুজনের অধীনে। স্প্যানিশ এই কোচের বিদায়ের পর দায়িত্ব নেন রোমানিয়ান ভ্যালেরি তিতে। তার অধীনে ক্লাবটি ফেডারেশন কাপ ও চ্যালেঞ্জ কাপ জিতলেও প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখতে ব্যর্থ হয়।