অনূর্ধ্ব-১৯ /
ত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের
ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার পর এবার স্বাগতিক জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলকেও বড় ব্যবধানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দলটি।
হারারেতে অনুষ্ঠিত ম্যাচে ৯১ রানের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে এখন সিরিজের পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশের যুবারা।
টস জিতে আগে ব্যাট করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোর। শুরুটা ছিল দুর্দান্ত। দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বাগ দারুণ সূচনা এনে দেন।
জাওয়াদ খেলেন ৬৩ বলে ৮২ রানের ঝোড়ো ইনিংস, যেখানে ছিল ১২টি চারের সঙ্গে একটি ছক্কা। রিফাত করেন ৩৫ বলে ৩১ রান।
৩ উইকেটে ১৭৫ রানে থাকা দল হঠাৎ চাপে পড়ে, ৫ রানের ব্যবধানে ৩টি উইকেট হারায় তারা। তবে ইনিংসের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ আবদুল্লাহ।
তিনি ৬৪ বলে ৪টি বাউন্ডারি ও একটি ছক্কায় ৫৬ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে দেবাশীষ দেবা ৩৬ বলে ২৪ রান করে দলকে শক্ত ভিত গড়ে দেন।
২৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালোই করেছিল স্বাগতিক জিম্বাবুয়ে। ২ উইকেটে ১০২ রান তুলে একসময় ম্যাচে ফিরে আসার আভাস দেয় তারা। ফিফটি করেন নাথানিয়েল হ্লাবানগানা। তাকে বোল্ড করে ফিরিয়ে দেন বাংলাদেশের স্বাধীন ইসলাম।
এরপর থেকেই জিম্বাবুয়ের ইনিংসে ধস নামে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। শেষ পর্যন্ত ১৮৩ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বাঁহাতি স্পিনার সামিউন বশির। তিনি ৬ ওভারে মাত্র ১৪ রান দিয়ে শিকার করেন ৩টি উইকেট। আজিজুল হাকিম ও আল ফাহাদ পান ২টি করে উইকেট।
ত্রিদেশীয় সিরিজে এর আগে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ১২৮ রানে গুটিয়ে দিয়েও এক উইকেটে জয় পায় বাংলাদেশ। তবে এবার জিম্বাবুয়ের বিপক্ষে ছিল একতরফা দাপট, ম্যাচ জিতেছে ৯১ রানে।