বার্সায় কখনোই ফেরার ইচ্ছা নেই গার্দিওলার
খেলোয়াড় ও কোচ হিসেবে পেপ গার্দিওলার সবচেয়ে উজ্জ্বল সময় কেটেছে বার্সেলোনায়। তাই অনেকের মনেই প্রশ্ন—ভবিষ্যতে কি আবার কাম্প ন্যু’তে দেখা যাবে তাকে? তবে সেই সম্ভাবনা একেবারেই নাকচ করে দিলেন এই স্প্যানিশ কোচ।
সম্প্রতি জিকিউ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে গার্দিওলা সাফ জানিয়ে দিয়েছেন, বার্সেলোনায় ফেরার কোনো ইচ্ছা তার নেই।
গার্দিওলা বলেন, ‘(বার্সেলোনায়) অধ্যায়টা চিরতরে শেষ। জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলোর একটি ছিল, কিন্তু সেটা এখন অতীত। আমি আর কখনোই সেখানে ফিরব না। প্রেসিডেন্ট হিসেবেও নয়, কারণ আমি সেই ভূমিকায় উপযুক্ত নই।’
২০০৮ সালে খেলোয়াড়ি জীবন শেষে বার্সার মূল দলের কোচের দায়িত্ব নেন গার্দিওলা। তার অধীনে ক্লাবটি পরিণত হয় ইউরোপের সেরা এক দলে। চার বছরে জিতিয়েছেন ট্রেবলসহ ১৪টি শিরোপা—যার মধ্যে রয়েছে দুটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি লা লিগা।
এরপর ২০১৩ সালে যোগ দেন বায়ার্ন মিউনিখে, তিন মৌসুম পর ২০১৬ সালে যান ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে। সেখানে আরও বেশি সাফল্য ধরা দেয় তার হাতে—একটি চ্যাম্পিয়নস লিগ, ছয়টি প্রিমিয়ার লিগসহ এখন পর্যন্ত ১৮টি শিরোপা।
তবে সাম্প্রতিক সময়ে সিটির পারফরম্যান্স কিছুটা ধাক্কা খেলেও নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে স্পষ্ট গার্দিওলা। সিটি অধ্যায় শেষে হয়তো দীর্ঘ বিরতিতে যাবেন তিনি।
তিনি বলেন, ‘সেটা হতে পারে এক বছর, দুই বছর, এমনকি পাঁচ, দশ কিংবা পনেরো বছরও। এখনই কিছু বলা কঠিন।’
বার্সেলোনা অধ্যায় নিয়ে জল্পনা কল্পনার ইতি টানলেন গার্দিওলা নিজেই। প্রিয় ক্লাবকে ভালোবেসেই বললেন—সেই অধ্যায়টি এখন শুধুই স্মৃতি।