হংকং ক্রিকেট দলের কোচের দায়িত্বে কুশল সিলভা

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১৮:৪৫
শেয়ার :
হংকং ক্রিকেট দলের কোচের দায়িত্বে কুশল সিলভা

হংকং পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলংকার সাবেক টেস্ট ক্রিকেটার কুশল সিলভা। আসন্ন এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৯ সেপ্টেম্বর ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে তার কোচিং অধ্যায়।

২০১১ থেকে ২০১৮ পর্যন্ত শ্রীলংকার হয়ে ৩৯টি টেস্ট খেলা সিলভা প্রথমবার কোনো আন্তর্জাতিক দলের প্রধান কোচ হলেন। খেলোয়াড়ি জীবনের পর তিনি শ্রীলংকা, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় কোচিং করেছেন।

ক্রিকেট হংকংয়ের চেয়ারম্যান বারজি শ্রফ বলেন, সিলভার অভিজ্ঞতা ও নেতৃত্বে হংকংয়ের ক্রিকেট আরও এগিয়ে যাবে। সিলভা নিজে জানিয়েছেন, তিনি দলের মধ্যে কঠোর পরিশ্রমের মানসিকতা ও জয়ী মানসিকতা তৈরি করতে চান।

হংকং সম্প্রতি এশিয়া প্যাসিফিক ট্রফির ফাইনালে মালয়েশিয়ার কাছে হেরেছে। এবার এশিয়া কাপে গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে খেলবে তারা।