এশিয়া কাপের আগে পাকিস্তান শিবিরে দুশ্চিন্তা

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১৪:৩৪
শেয়ার :
এশিয়া কাপের আগে পাকিস্তান শিবিরে দুশ্চিন্তা

সেপ্টেম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভর করেছে পাকিস্তান শিবিরে। চোটের থাবায় টুর্নামেন্টটিতে খেলা নাও হতে পারে দলটির সহ-অধিনায়ক শাদাব খানের। কাঁধের সার্জারির ধকল এখনো সারেনি এই অলরাউন্ডারের। 

চলতি মাসের শুরুতে যুক্তরাজ্যে কাঁধের সফল অপরাশেন হয়েছে শাদাবের। একই কারণে কিছুদিন আগের বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ ও শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নেই অভিজ্ঞ এই ক্রিকেটার। 

পাকিস্তান গণমাধ্যমগুলো জানিয়েছে, পুরো ফিট হতে এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে শাদাবের কমপক্ষে তিন মাস সময় লাগবে। এখনো পর্যন্ত সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তার ফেরার সময়ও আনুষ্ঠানিকভাবে পিসিবি জানায়নি। 

এবারের এশিয়া কাপ হবে টি-টোয়েন্টি সংস্করণে। মূলত, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির ব্যাপারটি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সেখানে শাদাবের মতো একজন ক্রিকেটারকে না পাওয়া বড় রকমের ধাক্কাই।