স্টোকসকে ‘বখে যাওয়া সন্তান’ বললেন ভারতের সাবেক ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১২:০৫
শেয়ার :
স্টোকসকে ‘বখে যাওয়া সন্তান’ বললেন ভারতের সাবেক ক্রিকেটার

ম্যানচেস্টার টেস্টে বেশ ভালো অবস্থানে থেকেও ভারতের বিপক্ষে ‘ড্র’ করে ইংল্যান্ড। ৩১১ রানের লিডের বোঝা মাথায় নিয়েও ৫ সেশনের বেশি ব্যাটিং করে ভারত। স্বাভাবিকভাবেই বেশ হতাশ ছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। গতকাল রবিবার টেস্টর পঞ্চম ও শেষদিন তার প্রতিফলনও কিছুটা দেখা গেল।

ম্যাচের শেষের দিকে দেখা যায় ব্যাপক নাটকীয়তা। জাদেজা ও সুন্দর যখন ৮৯ ও ৮০ রানে অপরাজিত, তখন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এগিয়ে গেলেন ভারতীয় দুই ব্যাটসম্যানের দিকে। উদ্দেশ্য ড্র মেনে নেওয়া। শেষ ওই ১ ঘণ্টায় ম্যাচের ফল বের হওয়া অসম্ভব ছিল। কিন্তু সেঞ্চুরির এত কাছে গিয়ে ফিরতে চাননি জাদেজা ও সুন্দর।

শেষ পর্যন্ত সেঞ্চুরি করেই ড্র মানেন তারা। শেষদিকে অন্ধকার হয়ে আসছিল। আর ইংল্যান্ডও বোলিং করাচ্ছিল হ্যারি ব্রুক ও জো রুটের মতো অনিয়মিত স্পিনারদের দিয়ে। তাই দ্রুতই সেঞ্চুরি তুলে নেন এই দুই ব্যাটার। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসাইন তো হ্যারি ব্রুককে দিয়ে স্টোকসের বল করানোর সিদ্ধান্তকে ‘অর্থহীন’ হিসেবেই আখ্যা দিলেন। তার মতে, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরির প্রাপ্য ছিল।

সেঞ্চুরির কাছাকাছি থাকায় ভারতীয় ব্যাটাররা স্টোকসের ‘ড্র’ মেনে নেওয়ার প্রস্তাব মেনে নেননি। বিষয়টি একদমই খুশি করতে পারেনি স্টোকসকে। পরে তিনি ব্রুককে ইচ্ছাকৃতভাবে ফুল-টস বল করার জন্য বলেন। বিষয়টি নিয়ে হুসেন স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমি এতে (ভারতীয় ব্যাটারদের সেঞ্চুরি চাওয়ায়) কোনো সমস্যা দেখছি না। ইংল্যান্ডের মনে হয়েছিল এতে সমস্যা আছে। তারা কিছুটা ক্লান্ত ছিল, তাই তারা খেলা শেষ করে দিতে চেয়েছিল। তবে তারা দুজন (জাদেজা ও সুন্দর) আশি ও নব্বইয়ের ঘরে অনেক পরিশ্রম করে গিয়েছে, তারা সেঞ্চুরি করতে চাইছিল।’

হুসেইন বলেন, ‘ব্রুককে দিয়ে বল করানোর দরকার ছিল না স্টোকসের এবং এটা শেষদিকে অর্থহীন মনে হয়েছে।...তারা ভালো খেলেছে এবং কৃতিত্ব ভারতের।’

 ভারতের সাবেক ব্যাটার সঞ্জয় মাঞ্জরেকারতো আরও এক কাঠ সরেস। স্টোকসকে বখে যাওয়া বাচ্চার সঙ্গে তুলনা করেছেন তিনি। মাঞ্জরেকার বলেন, ‘আমি মনে করি বেন স্টোকস শেষ পর্যন্ত একটি বখে যাওয়া বাচ্চার মতো আচরণ করেছিল। আমি দেখতে চাই ইংল্যান্ডের দুজন ব্যাটার যদি টেস্ট সেঞ্চুরির কাছাকাছি থাকত তাহলে কী করত?’