অবশ্যই ভারত-পাকিস্তানের খেলা হওয়া উচিত, ব্যাখ্যা সৌরভের
গত এপ্রিলে পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর সেটির প্রভাব পড়ে ভারত-পাকিস্তানের ক্রীড়াঙ্গনেও। সে কারণেই কিছুদিন আগে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’-এ পাকিস্তানের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নেন ভারতের সাবেক ক্রিকেটারদের একাংশ। পরে সেই ম্যাচ বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।
সম্প্রতি ঘোষিত এশিয়া কাপের সূচিতে একই গ্রুপে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বে মুখোমুখি হবে এই দুই দল। সূচি ঘোষণার পরই বিতর্ক উঠেছে, লেজেন্ডসদের টুর্নামেন্টে না খেললে এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ কেন? তবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মনে করেন, অবশ্যই দুই দেশের খেলা উচিত। কেন উচিত, সেই ব্যাখ্যাও দিয়েছেন সৌরভ।
পাকিস্তানের বিরুদ্ধে খেলায় রাজি হওয়ার কারণে বিসিসিআইয়ের সমালোচনা শুরু হয়েছে। তবে বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে খুশি সৌরভ। ভারতের সংবাদ সংস্থা এএনআইকে সৌরভ বলেন, ‘এই সিদ্ধান্তের সঙ্গে আমি সহমত।’
পেহেলগামে হামলার নিন্দা করলেও দুই দেশের খেলা বন্ধের পক্ষে নন তিনি, ‘খেলাধুলো এগিয়ে চলুক। পেহেলগামে যা হয়েছে তা ঠিক হয়নি। এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না হয়। কিন্তু তার জন্য খেলাধুলো বন্ধ হওয়া উচিত নয়। অতীতেও ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। কিন্তু পাশাপাশি খেলাধুলোও চলুক।’
এর আগে, পেহেলগামে হত্যাকাণ্ডের পর ভারতীয় ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে আবেদন করেছিল, বড় প্রতিযোগিতায় দুই দলকে যাতে এক গ্রুপে ফেলা না হয়। চলতি বছরের এশিয়া কাপ হবে কি না সেটি নিয়েও ছিল সংশয়। তবে এসিসি সভায় যোগ দিয়ে সব আশঙ্কা দূর করে বিসিসিআিই।