কোন ‘লোভ দেখিয়ে’ ফেলিক্সকে আল-নাসরে টানলেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ০৯:৫৮
শেয়ার :
কোন ‘লোভ দেখিয়ে’ ফেলিক্সকে আল-নাসরে টানলেন রোনালদো

সৌদি প্রো লিগে ক্রিস্টিয়ানো রোনালদোদের ক্লাব আল-নাসরে যোগ দিতে যাচ্ছেন জোয়াও ফেলিক্স। ফলে, একই দলে খেলা হবে পর্তুগালের দুই সতীর্থ রোনালদো ও ফেলিক্সের। এই চুক্তিতে নাকি ফেলিক্সকে বুঝিয়ে রাজি করিয়েছেন ‘সিআরসেভেন’ নিজেই। গোল ডটকম জানিয়েছে এমন তথ্য। 

জানা গেছে, আল-নাসরে যোগ দিতে ফেলিক্সের যতটুকু সংশয় ছিল, সেটি কাটানোর চেষ্টা করেছেন রোনালদো। সেক্ষেত্রে পর্তুগাল জাতীয় দলের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আল-নাসরের হয়ে আক্রমণভাগেই আগামী মৌসুমে খেলবেন রোনালদো ও ফেলিক্স। ফলে এটি তাদের বোঝাপড়া গড়ে তুলতে সাহায্য করবে। 

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে যেটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আগামী বছরের ওই বৈশ্বিক টুর্নামেন্টে পর্তুগিজ জাতীয় দলের জন্য ম্যানেজার রবার্তো মার্টিনেজের চূড়ান্ত পছন্দের ক্ষেত্রে এই একসাথে খেলার বিষয়টি ‘নির্ধারক’ হয়ে উঠতে পারে।

প্রসঙ্গত, চেলসি থেকে ফেলিক্সের আল-নাসরে যাওয়া এখন প্রায় চূড়ান্ত। কেবল আইনি কাজটাই বাকি আছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে সেটাও চূড়ান্ত হয়ে যাবে। ২৫ বছর ফেলিক্সকে প্রাথমিকভাবে ২৬ মিলিয়ন পাউন্ড (৩৫ মিলিয়ন ডলার) ট্রান্সফারের মাধ্যমে দলে টানছে আল-নাসর। 

২০২৪ সালে স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে ৪৫ মিলিয়ন পাউন্ড (৬০.৫ মিলিয়ন ডলার) মূল্যে চেলসিতে যোগ দেন ফেলিক্স। তবে খেলার সময় না পাওয়ায় গত মৌসুমের দ্বিতীয়ার্ধে এসি মিলানে ধারে কাটিয়েছিলেন ফেলিক্স। 

বেনফিকায় পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন ফেলিক্স। সেখান থেকে ২০১৯ সালে রেকর্ড ট্রান্সফারমূল্যে তিনি অ্যাতলেতিকোতে যোগ দেন। লা লিগাও জেতেন ক্লাবটির হয়ে। সেবারই পর্তুগাল জাতীয় দলে অভিষেক হয় তার। এতদিনে তিনি জাতীয় দলের হয়ে ৪৫টা ম্যাচ খেলেছেন। তবে নিয়মিত একাদশে এখনো জায়গা পান না তিনি।