শেষ টেস্টে নেই পান্ত, ডাক পেলেন অখ্যাত একজন
ম্যানচেস্টারে গতকাল রবিবার শেষ হওয়া টেস্টেই মারাত্মক চোট পেয়েছিলেন ভারতের উইকেটকিপার রিশাভ পান্ত। তাই ওভালে অনুষ্ঠেয় পাঁচ ম্যাচের সিরিজের শেষ টেস্টে তার না খেলা একপ্রকার অনুমেয়ই ছিল। গতকালই ম্যাচ শেষে সেটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআিই।
মারাত্মক চোট পেলেও ম্যানচেস্টারে ব্যাট করেছেন পান্ত। যদিও উইকেটের পেছনে আর দাঁড়াতে পারেননি। সেই কাজটা সামলেছেন ধ্রুব জুরেল। তবে জুরেল থাকলেও স্কোয়াডে পান্তের বদলে ডাকা হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে অখ্যাত এক ক্রিকেটারকে। এন জাগাদেশান নামে ওই ক্রিকেটারও উইকেটকিপিং করেন।
বিসিসিআই এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টে ডান পায়ে হাড় ভেঙে যাওয়া রিশাভ পান্তকে সিরিজের পঞ্চম এবং শেষ টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে।’ ম্যানচেস্টারে টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের বলে রিভার্স সুইপের চেষ্টা করার সময় ডান পায়ে আঘাত পাওয়ার পর স্ক্যান করা হয় পান্তের।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘বিসিসিআই মেডিকেল টিম তার অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং দল তার দ্রুত আরোগ্য কামনা করে।’
চতুর্থ টেস্টে ভারত ড্র করার পর প্রধান কোচ গৌতম গম্ভীর পান্তের প্রশংসা করেছেন, ‘রিশাভ পান্ত সিরিজ থেকে ছিটকে পড়েছে। ভাঙা পা নিয়ে ব্যাট করার জন্য তার জন্য যত প্রশংসাই হোক না কেন, সেটা কম হয়ে যাবে। অতীতে খুব বেশি লোক এটি করেনি। এ কারণেই প্রজন্মের উচিত এটি নিয়ে কথা বলা এবং ভবিষ্যৎ প্রজন্মেরও এটি নিয়ে কথা বলা উচিত। সে যে ধরনের ফর্মে ছিল, তার জন্য এটি দুর্ভাগ্যজনক। আমি আশা করি সে দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং ফিরে আসবে। ও টেস্ট দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য।’
পঞ্চম টেস্টের জন্য ভারতের আপডেট স্কোয়াড: শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মো. সিরাজ, প্রসিদ কৃষ্ণ, আকাশ দীপ, কুলদীপ যাদব, আনশুল কাম্বোজ, আরশদীপ সিং, এন জগদীসান (উইকেটকিপার)।