সুন্দর-জাদেজার নান্দনিক সেঞ্চুরিতে ভারতের কাঙ্ক্ষিত ড্র

স্পোর্টস ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ০৮:৩৩
শেয়ার :
সুন্দর-জাদেজার নান্দনিক সেঞ্চুরিতে ভারতের কাঙ্ক্ষিত ড্র

প্রথম ইনিংসে ইংল্যান্ডের দেওয়া ৩১১ রানের পাহাড়সমান লিডের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ‘শূন্য’ রানেই ভারত হারায় ২ উইকেট। এরপর মধ্যাহ্নভোজের বিরতি দিলেও ম্যাচের খেলা তখনো ৫ সেশন বাকি। সেখান থেকে লোকেশ রাহুল ও শুভমান গিলের দারুণ জুটির পর পঞ্চম দিনে অনিন্দ্য সুন্দর সেঞ্চুরি করলেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। 

এই দুজনের আগে সেঞ্চুরি করে আউট হয়েছেন অধিনায়ক শুভমান। তাতে পুরো ৫ সেশন ব্যাট করে পরম আকাঙ্ক্ষিত এক ড্র’ই করেছে ভারত। ইনিংস শেষে দুই দলের স্কোরবোর্ড বলছে, ভারত: ৩৫৮ ও ৪/৪২৫ এবং ইংল্যান্ড: ৬৬৯। 

ম্যানচেস্টারে ম্যাচের শেষের দিকে দেখা যায় ব্যাপক নাটকীয়তা। জাদেজা ও সুন্দর যখন ৮৯ ও ৮০ রানে অপরাজিত, তখন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস এগিয়ে গেলেন ভারতীয় দুই ব্যাটসম্যানের দিকে। উদ্দেশ্য ড্র মেনে নেওয়া। শেষ ওই ১ ঘণ্টায় ম্যাচের ফল বের হওয়া অসম্ভব ছিল। কিন্তু সেঞ্চুরির এত কাছে গিয়ে ফিরতে চাননি জাদেজা ও সুন্দর। 

শেষ পর্যন্ত সেঞ্চুরি করেই ড্র মানেন তারা। শেষদিকে অন্ধকার হয়ে আসছিল। আর ইংল্যান্ডও বোলিং করাচ্ছিল হ্যারি ব্রুক ও জো রুটের মতো অনিয়মিত স্পিনারদের দিয়ে। তাই দ্রুতই সেঞ্চুরি তুলে নেন এই দুই ব্যাটার। পরে দুই দলের খেলোয়াড়েরা হাত মিলিয়ে ড্র মেনে মাঠ ছাড়েন। 

ম্যানচেস্টার টেস্ট ড্র হওয়ায় পাঁচ ম্যাচের সিরিজের ৪ ম্যাচ শেষে ২-১ ব্যবধানেই এগিয়ে রইল ভারত। ওভালে পরের ম্যাচটি শুরু হবে ৩১ জুলাই। সেই ম্যাচে জয় পেলে তো বটেই, ড্র করলেও সিরিজ যাবে ইংল্যান্ডের কাছে। তবে ভারত জিতলে সিরিজ ড্র করতে পারবে তারা।