বাংলাদেশি ক্রিকেটারদের ছক্কা শেখাতে আসছেন উড
টি-টোয়েন্টি তো অবশ্যই, ওয়ানডে এমনকি টেস্টেও আজকাল প্রয়োজন পড়ে পাওয়ার হিটিংয়ের। তবে এই ক্ষেত্রে বেশ পিছিয়ে বাংলাদেশের ব্যাটাররা। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে স্ট্রাইকরেটই তার প্রমাণ। এই সমস্যার সমাধান করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়ে আসছে বিখ্যাত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডকে।
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপে জাতীয় দলের ব্যাটিং শক্তিশালী করার জন্য নিয়ে আসা হচ্ছে তাকে। আজ রবিবার এই নিয়োগের ঘোষণা দেয় বিসিবি। আগামী মাসেই দলের সঙ্গে যোগ দেবেন উড। ঢাকার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগারদের প্রস্তুতিমূলক ক্যাম্পের সময় তিন সপ্তাহের জন্য খেলোয়াড়দের সাথে কাজ করবেন তিনি।
খেলোয়াড়দের পাওয়ার-হিটিং কৌশল এবং শট রেঞ্জ উন্নত করে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের উন্নয়নই উডকে আনার লক্ষ্য। এশিয়া কাপের পর আগামী বছরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেও এই প্রস্তুতি কাজে লাগবে। যদিও এশিয়া কাপের পর উড আর থাকবেন কি না সেটি অনিশ্চিত।
উড বলেন, ‘হ্যাঁ, আমি সিমোর (ফিল সিমন্স, প্রধান কোচ) সঙ্গে কথা বলছি। মূলত, আমি আগস্টে তিন সপ্তাহের জন্য সেখানে যাচ্ছি। আমি এটাই শুনেছি, তবে এখনো নিশ্চিত নই। তবে এটা হওয়ার সম্ভাবনাই বেশি।’
তবে বাংলাদেশে উডের অভিজ্ঞতা এটাই প্রথম নয়। তিনি এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে স্থানীয় ক্রিকেটারদের সাথে কাজ করেছিলেন। তার নতুন ভূমিকা এবং এর চ্যালেঞ্জ সম্পর্কে বলতে গিয়ে উড বলেন, ‘আমি মনে করি, আমার কাছে মূল বিষয় হলো সেখানে প্রচুর প্রতিভা রয়েছে। তাদের সবসময়ই প্রতিভা ছিল। সাদা বলের ক্রিকেটের কথা বলতে গেলে, বল মারতে পারা এখন খেলার একটি গুরুত্বপূর্ণ অংশ। আমার কাজ হবে তাদের তথ্য দেওয়া। মূল বিষয় হলো, তাদের শক্তি কীভাবে দক্ষতার সাথে ব্যবহার করা যায়।’