৪১ বলের পর এবার ডি ভিলিয়ার্সের ৩৯ বলের বিধ্বংসী সেঞ্চুরি
আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ; ব্যাট হাতে প্রতিপক্ষের বোলারদের কাঁপুনি ধরিয়ে দিতেন এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি পেশাদার ক্রিকেট ছেড়েছেন আরও বছর চারেক আগে। তবে ২২ গজে এখনো ৪১ বছর বয়সী ডি ভিলিয়ার্স উপহার দিয়ে যাচ্ছেন একের পর এক বিধ্বংসী ইনিংস।
চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ব্যাটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন ডি ভিলিয়ার্স। আগের ম্যাচেই ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের বিপক্ষে ৪১ করণ বিধ্বংসী সেঞ্চুরি করেছেন এই তারকা। দারুণ জয় এনে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসকে। তার পরের ম্যাচে ডি ভিলিয়ার্সের ব্যাটে আরও বড় ঝড়। যেই ঝড় বইয়ে গেছে অস্ট্রেলিয়ার সাবেকদের ওপর দিয়ে।
আজ রবিবার অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ওপেনিংয়ে নেমে ১৫ চার ও ৮ ছক্কায় ৪৬ বলে ১২৩ রানের ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। হেডিংলিতে হওয়া এই ইনিংস খেলার পথে ডি ভিলিয়ার্স তিন অঙ্কের ছোঁয়া পান মাত্র ৩৯ বলে।
ইংল্যান্ডের বিপক্ষে ডি ভিলিয়ার্স শেষ পর্যন্ত ৭ ছক্কা ও ১৫ চারে ৫১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। তার আগের ম্যাচে ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষে চার নম্বরে নেমে ৩ ছক্কা ও ৪টি চারে ৩০ বলে খেলেন অপরাজিত ৬১ রানের ইনিংস। যদিও প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাবেকদের বিপক্ষে ব্যর্থ হয়েছিলেন তিনি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ সেঞ্চুরি করার পথে ডি ভিলিয়ার্স প্রথম ফিফটি হাকান ২২ বলে। পরের পঞ্চাশ করতে তার দরকার হয় মাত্র ১৭ বল। তার এই ইনিংসের ওপর ভর করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ ওভারে ৬ উইকেটে ২৪১ রানের পুঁজি গড়ে দক্ষিণ আফ্রিকা।