টি-টোয়েন্টিতে দুই শ তাড়ায় সবচেয়ে সফল অস্ট্রেলিয়া, বাংলাদেশ কোথায়
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে টানা চতুর্থ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। আজ রবিবার ভোরে ক্যারিবিয়ানদের দেওয়া ২০৬ রানের লক্ষ্য ৪ বল ও ৩ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় মিচেল মার্শের দল।
নিজেদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে আজসহ মোট সাত বার দুই শ বা তার বেশি রান অতিক্রম করে জিতল অস্ট্রেলিয়া। দুই শ বা তার বেশি রান তাড়ায় বিশ্বের মধ্যে সবচেয়ে সফল তারাই।
অস্ট্রেলিয়ার ঠিক পরেই আছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। পাঁচ বার দুই শ বা তার বেশি রান অতিক্রম করে জিতেছে তারা। চার, তিন ও দুইবার করে এই কীর্তি গড়েছে যথাক্রমে পাকিস্তান, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। একবার করে এই সাফল্য আছে নিউজিল্যান্ড ও বাংলাদেশের ক্রিকেটে। তবে টেস্ট খেলুড়ে দেশের মধ্যে শ্রীলংকা, জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড এই কীর্তি গড়তে পারেনি।
দুই শ বা তার বেশি রান তাড়ায় সফলতা (টেস্ট খেলুড়ে দেশ)
অস্ট্রেলিয়া- ৭ বার (সর্বোচ্চ: ২৪৪)
ভারত- ৫ বার (সর্বোচ্চ: ২০৯)
দক্ষিণ আফ্রিকা- ৫ বার (সর্বোচ্চ: ২৫৯)
পাকিস্তান- ৪ বার (সর্বোচ্চ: ২০৮)
ইংল্যান্ড- ৩ বার (সর্বোচ্চ: ২৩০)
ওয়েস্ট ইন্ডিজ- ২ বার (সর্বোচ্চ: ২৩২)
নিউজিল্যান্ড- ১ বার (সর্বোচ্চ: ২০১)
বাংলাদেশ- ১ বার (সর্বোচ্চ: ২১৫)