আরও এক সেঞ্চুরিতে রেকর্ডবুক চুরমার করলেন গিল
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ভারত খুব একটা সুবিধাজনক স্থানে না থাকলেও ব্যাটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন শুভমান গিল। ম্যানচেস্টারে চলমান চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে কঠিন অবস্থায় ব্যাট করতে নেমেও দারুণ এক সেঞ্চুরি করেছেন ভারত অধিনায়ক।
সিরিজের শুরু থেকেই শুভমানের ব্যাটে চলছে রানের ফোয়ারা। সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার পর বার্মিংহামে দ্বিতীয় টেস্টেও পান সেঞ্চুরি। লর্ডসে তৃতীয় টেস্টে ব্যর্থ হলেও চতুর্থ টেস্টে আবারও পেলেন শতরানের দেখা।
টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি হাঁকিয়ে অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি শুভমান। ২৩৮ বলে ১০৩ রান করে আউট হয়েছেন জোফরা আর্চারের বলে। এর মাধ্যমে চলতি সিরিজে তার রান হলো ৭২২। এর মাধ্যমে এক সিরিজে তৃতীয় ভারতীয় ব্যাটার হিসেবে সাত শ বা তার বেশি রান করার রেকর্ড গড়লেন শুভমান।
এর আগে, এই কীর্তি গড়েছেন সুনীল গাভাস্কার ও যশস্বী জয়সোয়াল। গত বছরই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ৭১২ রান করেন জয়সোয়াল। ১৯৭০-৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ ৭৭৪ রান করেছিলেন গাভাস্কার। আরও একটি টেস্ট বাকি থাকায় গিলের সামনে সেই রেকর্ড ভাঙার সুবর্ণ সুযোগ আছে।
এছাড়াও ইংল্যান্ডে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির সর্বাধিক রানের রেকর্ডও ভেঙেছেন শুভমান। ২০১৬ সালের ঘরের মাঠে কোহলি ৬৫৫ রান করেছিলেন থ্রি লায়নসদের বিপক্ষে। ভারতীয় অধিনায়ক হিসেবে সিরিজে সর্বাধিক রানের রেকর্ডটি সুনীল গাভাস্কারের দখলে, যিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৩২ রান করেছিলেন।
গিল টেস্ট সিরিজে সাত শ’র বেশি রান করা অধিনায়কদের অভিজাত তালিকায়ও যোগ দিয়েছেন। ডন ব্র্যাডম্যান, গারফিল্ড সোবার্স, গ্রেগ চ্যাপেল, সুনীল গাভাস্কার, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ এবং গ্রায়েম স্মিথের পরে তিনি অষ্টম অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়েছেন।
টেস্ট সিরিজে অধিনায়ক হিসেবে সর্বাধিক সেঞ্চুরির তালিকায়ও ডন ব্র্যাডম্যান এবং সুনীল গাভাস্কারের সাথে যোগ দিয়েছেন শুভমান।
২০২৫ সালে সব সংস্করণেই ব্যাট হাতে দারুণ ফর্মে শুভমান। সবমিলিয়ে এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে ১২০০ রান করা প্রথম খেলোয়াড় তিনি। এই বছরে ছয়টি সেঞ্চুরি এসেছে তার ব্যাটে -যে কোনও খেলোয়াড়ের মধ্যে এটিই সর্বোচ্চ।