দ্বিচারিতার জন্য ভারতের সমালোচনা করলেন কানেরিয়া
পাকিস্তানের বিপক্ষে খেলা নিয়ে ভারতের একেক সময়ে একেক অবস্থানের সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার দানিশ কানেরিয়া। ভারতের এমন অবস্থানকে দ্বিচারিতা হিসেবে উল্লেখ করেছেন সাবেক এই লেগ স্পিনার।
কানেরিয়ার আপত্তির জায়গা মূলত, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেওয়ার পরও কেন আসন্ন এশিয়া কাপে খেলবেন হার্দিক পান্ডিয়া-সূর্যকুমার যাদবরা।
সেপ্টেম্বরে অনুষ্ঠেয় এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। দুই দল টুর্নামেন্টে ৩টি ম্যাচেও মুখোমুখি হতে পারে। পুরো প্রসঙ্গ টেনে টুইটারে কানেরিয়ার ভাষ্য, ‘ভারতীয় খেলোয়াড়রা ডব্লিউসিএল বয়কট করেছে এবং এটিকে জাতীয় কর্তব্য বলে অভিহিত করেছে। কিন্তু এখন পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপ ঠিক আছে? যদি পাকিস্তানের সাথে ক্রিকেট ঠিক থাকে, তাহলে ডব্লিউসিএলও হওয়া উচিত ছিল। আপনাদের ইচ্ছামতো দেশপ্রেম ব্যবহার বন্ধ করুন। খেলাধুলাকে খেলাধুলার মতো চলতে দিন, প্রপাগাণ্ডা হিসেবে নয়।’
এবারের এশিয়া কাপের মূল আয়োজক ভারত। কিন্তু আন্তঃসীমান্ত উত্তেজনার কারণে ভারত ও পাকিস্তান কমপক্ষে ২০২৭ সাল পর্যন্ত কেবল নিরপেক্ষ ভেন্যুতে খেলার জন্য একটি চুক্তি করেছে।
৮ দল নিয়ে অনুষ্ঠেয় এশিয়া কাপে ৪টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। যেখানে বাংলাদেশ পড়েছে ‘বি’ গ্রুপে। এখানকার অন্য ৩টি দল হলো আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং হংকং। আর ‘এ’ গ্রুপের চার দল- ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান।
আগামী ৯ সেপ্টেম্বর আফগানিস্তান ও হংকংয়ের মধ্য দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান। গ্রুপ পর্ব শেষ হওয়ার পর প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করবে। সেখানে আরও একবার মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে ভারত-পাকিস্তানের। সুপার ফোর পর্ব শেষ হওয়ার পর সেখানকার শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে। যেটি অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।