আজহারের প্রশ্ন /
দ্বিপক্ষীয় সিরিজ না খেললে টুর্নামেন্টে কেন খেলবে ভারত-পাকিস্তান
দীর্ঘদিন ধরে দ্বিপক্ষীয় সিরিজে খেলছে না ভারত ও পাকিস্তান। তবে বিভিন্ন টুর্নামেন্টে নিয়মিতই মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দেশ। এমন দুই নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। দ্বিপক্ষীয় সিরিজ না খেললে বহুজাতীয় সিরিজ খেলাও উচিত নয় বলে মনে করেন তিনি।
চলতি বছরে অনুষ্ঠেয় এশিয়া কাপে ভারত-পাকিস্তানের এক গ্রুপে থাকার ঘোষণার পর এল এই তথ্য। আগামী ১৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে লড়বে দুই দল। গ্রুপপর্ব ছাড়াও সুপার ফোর ও ফাইনালেও মুখোমুখি হতে পারে তারা।
আজহার বলেন, ‘আমি সবসময় বলি যে সবকিছুই হওয়া উচিত, সেটি যদি না হয়, তাহলে কোনো কিছুই হওয়া উচিত নয়। যদি আপনি দ্বিপক্ষীয় ম্যাচ না খেলেন, তাহলে আপনার আন্তর্জাতিক ইভেন্টেও খেলা উচিত নয় —আমি এটা বিশ্বাস করি।’
২০১২ সালের ডিসেম্বর থেকে ভারত পাকিস্তানের বিরুদ্ধে দ্বিপক্ষীয় সিরিজ খেলেনি। সেবার সাদা বলের সিরিজ খেলেছিল দুই দল। সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে ৬ উইকেটে জয় পেয়েছে ভারত। তবে সম্প্রতি, ২০ জুলাই এজবাস্টনে ভারত চ্যাম্পিয়ন এবং পাকিস্তান চ্যাম্পিয়নদের মধ্যে অনুষ্ঠিত হাই-প্রোফাইল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লিজেন্ডসের (ডব্লিউসিএল) গ্রুপ-পর্বের ম্যাচটি বাতিল করা হয় ভারদের সাবকেদেদর আপত্তিতে। ।
পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে ভারতের অংশগ্রহণ ঘিরে চলমান বিতর্কের বিষয়ে মন্তব্য করে ৬২ বছর বয়সী আজহার অফিসিয়াল টুর্নামেন্ট এবং প্রাইভেট লিগের মধ্যে স্পষ্ট পার্থক্য তুলে ধরেন, ‘এটি বোর্ড এবং সরকারের বিষয়। সাবেকদের লীগ আনুষ্ঠানিক নয়; এটি আইসিসি বা বিসিসিআই কর্তৃক অনুমোদিত নয়। এটি ব্যক্তিগতভাবে পরিচালিত হয়। কিন্তু এশিয়া কাপ এসিসি দ্বারা পরিচালিত একটি টুর্নামেন্ট।’