শুধু জাভি নন গার্দিওলাও ভারতের কোচের আবেদন করেছেন, তবে সবই ভুয়া

স্পোর্টস ডেস্ক
২৭ জুলাই ২০২৫, ০৮:৫৩
শেয়ার :
শুধু জাভি নন গার্দিওলাও ভারতের কোচের আবেদন করেছেন, তবে সবই ভুয়া

সম্প্রতি ভারতীয় ফুটবল দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন জাভি হার্নান্দেজ। এমনকি পেপ গার্দিওলারও আবেদন করার খবর পাওয়া যায়। তবে শনিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই বিশ্বখ্যাত কোচের পক্ষ থেকে যে আবেদনপত্র এসেছে, তা ভুয়া বলে মনে করছে তারা। কারণ এগুলোর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে ফেডারেশনের এক কর্মকর্তা বলেছিলেন, জাভিকে নিয়োগ দেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই বলেই তার আবেদন গ্রহণ করা হয়নি। কিন্তু এবার পুরো ব্যাপারটিকেই ভুয়া বলে উল্লেখ করায় বিতর্ক সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে শুরুতে অর্থের কারণ দেখিয়ে তার আবেদন প্রত্যাখ্যান করার কথা কেন বলা হয়েছিল?

ফেডারেশনের বক্তব্য, তারা কোনো নিশ্চয়তা পাননি যে এই আবেদনগুলো সত্যিই গায়ার্দিওলা বা জাভির পক্ষ থেকে এসেছে। তাই যাচাই-বাছাই শেষে এই আবেদনপত্রগুলো বাতিল করা হয়েছে।

ফেডারেশন জানিয়েছে, ভারতের কোচের পদে মোট ১৭০টি আবেদন জমা পড়ে। সেখান থেকে টেকনিক্যাল কমিটি প্রথমে ১০ জনকে বাছাই করে এবং পরবর্তীতে তিনজনকে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

এই তালিকায় সবার আগে রয়েছে ভারতীয় কোচ খালিদ জামিলের নাম। দ্বিতীয় পছন্দ হিসেবে বিবেচনায় আছেন ভারতের সাবেক কোচ স্টিফেন কনস্টানটাইন।

ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর সুব্রত পাল বলেন, ‘ভারতীয় ফুটবল এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তাই আমরা এমন একজন কোচ খুঁজছি, যার শুধু টেকনিক্যাল দক্ষতা থাকবে না, সঙ্গে ভারতের ও এশিয়ান ফুটবলের বাস্তবতা ও চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণাও থাকবে।’

বিশ্ব ফুটবলের দুই বড় নাম জাভি ও গার্দিওলার সম্ভাব্য আগ্রহ ঘিরে শুরু হওয়া জল্পনা আপাতত ফেডারেশনের পক্ষ থেকে খারিজ করা হলেও, নতুন কোচ নির্বাচনের দৌড়ে ভারতীয় এবং এশিয়া-অভিজ্ঞ কোচদেরই এগিয়ে রাখা হচ্ছে।