প্রথমবার বুমরাহর অনাকাঙ্ক্ষিত সেঞ্চুরি
ভারত দলের অন্যরা বেধড়ক পিটুনি খেলেও জাসপ্রিত বুমরাহকে সামলাতে হিমশিম খেতে হয়েছে প্রতিপক্ষের ব্যাটারদের। ক্রিকেটে গত বেশ কয়েক বছরের চিত্রই এটি। তবে ইংল্যান্ডে গিয়ে চলতি টেস্ট সিরিজে আর এই সুনাম ধরে রাখতে পারলেন না বুমরাহ। প্রথমবারের মতো হজম করেছেন শতাধিক রানের বেশি।
ইংল্যান্ডের বিপক্ষে চলমান ম্যানচেস্টার টেস্টে অনাকাঙ্ক্ষিত এই রেকর্ড গড়েন বুমরাহ। ৪৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে যা প্রথম। ম্যানচেস্টার টেস্টের প্রথম ইনিংসে শেষ পর্যন্ত বুমরাহর বোলিং ফিগার: ৩৩-৫-১১২-২।
এর আগে, টেস্টের কোনো ইনিংসে সর্বোচ্চ ৯৯ রান হজম করেছিলেন বুমরাহ। সেটি ২০২৪ সালের ডিসেম্বরে, মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ২০১৮ সালে অভিষেক হওয়া বুমরাহ এখনো পর্যন্ত টেস্টে উইকেট শিকার করেছেন ২১৯টি।
বুমরাহর সবচেয়ে খরুচে স্পেল
১) ১১২/২ বনাম ইংল্যান্ড, ম্যানচেস্টার ২০২৫
২) ৯৯/৪ বনাম অস্ট্রেলিয়া, মেলবোর্ন ২০২৪
৩) ৮৮/১ বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন ২০২০
৪) ৮৫/৫ বনাম ইংল্যান্ড, নটিংহ্যাম ২০১৮
৫) ৮৪/৩ বনাম ইংল্যান্ড, চেন্নাই ২০২১