৫ উইকেটের পর সেঞ্চুরি, অবিশ্বাস্য স্টোকসের যত কীর্তি

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১৭:৩৭
শেয়ার :
৫ উইকেটের পর সেঞ্চুরি, অবিশ্বাস্য স্টোকসের যত কীর্তি

ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে নিজেকে নিয়ে খেলছেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। ক্রাম্পের সঙ্গে লড়াই করেই ক্লান্তিহীন বোলিং, নিপুণ অধিনায়কত্বের পর ব্যাট হাতেও রীতিমতো জ্বলছেন এই অলরাউন্ডার। ম্যানচেস্টারে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর করেছেন সেঞ্চুরিও। 

ব্যাটে-বলে দারুণ এই ইনিংস খেলার পথে অনেকগুলো কীর্তিও গড়েছেন স্টোকস। দারুণ এক ছক্কা হাঁকিয়ে টেস্টে নিজে পূরণ করেছেন ৭ হাজার রানের মাইলফলক। আর ২০০ উইকেটের মালিক তো আগেই হয়েছেন তিনি। মাত্র তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ২০০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। এর আগে এই রেকর্ড ছিল ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি স্যার গ্যারফিল্ড সোবার্স ও দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা জ্যাক ক্যালিসের। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গত বছর ২০০ উইকেট নিয়েছিলেন তিনি। 

স্টোকস সেঞ্চুরি পেলেন প্রায় দুই বছর পর। সবশেষ ২০২৩ সালের জুলাইতে অ্যাশেজ সিরিজে সেঞ্চুরি পেয়েছিলেন ইংলিশ অধিনায়ক। এই সেঞ্চুরি বেশ কষ্ট করেই পেতে হয়েছে তাকে। কারণ, ক্রাম্পের সঙ্গে যুদ্ধ করে কিছুক্ষণ মাঠের বাইরেও থাকতে হয়েছে তাকে। 

সেঞ্চুরি পূর্ণ করার পর আরও আগ্রাসীভাবে খেলতে থাকেন স্টোকস। শেষ পর্যন্ত ১৯৮ বলে ১৪১ রান করে আউট হন স্টোকস। ১১টি চারের পাশাপাশি হাঁকান ৩টি ছক্কা। টেস্টে এটি তার ১৪তম সেঞ্চুরি। তিনি ইংল্যান্ডের চতুর্থ ক্রিকেটার যিনি একই ম্যাচে সেঞ্চুরি ও পাঁচ উইকেট পেলেন। এর আগে, এই কীর্তি ছিল টনি গ্রেগ, ইয়ান বোথাম ও গাস অ্যাটকিনসনের। একাধিকবার (৫) এই কীর্তি গড়েছেন বোথাম। 

ম্যাচে ৭২ রানের বিনিময়ে ৫ উইকেট নেন স্টোকস। গত ৭ বছরে যা স্টোকসের জন্য প্রথম। শেষ পর্যন্ত ৬৬৯ রান করে অলআউট হয় ইংল্যান্ড। তাতে প্রথম ইনিংসে দলটির লিড দাঁড়ায় ৩১১ রানের।