ভারতের বোলাররা এমন লজ্জা পেলেন ১০ বছর পর

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ১৫:৫৯
শেয়ার :
ভারতের বোলাররা এমন লজ্জা পেলেন ১০ বছর পর

ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারে চলমান চতুর্থ টেস্টে ভারতকে হতাশ করে চলেছেন পেসাররা। নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৫০০-র বেশি রান করেছে ইংল্যান্ড। ১০ বছর পর এই প্রথম দেশের বাইরে আবারও ভারতের বিপক্ষে ৫০০-র বেশি রান উঠেছে। 

এর আগে, ভারতের এমন পিটুনি হজম করতে হয়েছে ২০১৫ সালে, সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেবার স্বাগতিকরা সফরকারীদের বিপক্ষে ৫৭২ রান করেছিল। যদিও সেই ম্যাচ শেষ হয়েছে ড্রয়ে। এরপর ১০ বছর এই ঘটনার মুখোমুখি না হলেও এবার সেই ধারা ভাঙলেন জো রুট-বেন স্টোকসরা। 

ভারতের বিপক্ষে দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হারিয়ে ৫৪৪ রান করে অপরাজিত আছে ইংল্যান্ড। বিশাল এই রানে সবচেয়ে বড় অবদান জো রুটের। ১৫০ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হয়েছেন তিনি। টেস্টে রুটের এটি ৩৮তম শতরান। অল্পের জন্য শতরান হাতছাড়া করেছেন বেন ডাকেট। ৯৪ রানে আউট হয়েছেন তিনি। জ্যাক ক্রলি করেছেন ৮৪ রান। ওলি পোপের ব্যাট থেকে এসেছে ৭১ রান। এখনও ৭৭ রানে অপরাজিত রয়েছেন স্টোকস।

ভারতের কোনো বোলারই এখনো পর্যন্ত ম্যাচে কোনো প্রভাব রাখতে পারেননি। জাসপ্রিত বুমরাহ ২৮ ওভারে ৯৫ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। মোহাম্মদ সিরাজ ২৬ ওভারে দিয়েছেন ১১৩ রান। তিনিও ১ উইকেট নিয়েছেন। অভিষেক টেস্ট খেলতে নামা অংশুল কম্বোজ ১৮ ওভারে ৮৯ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন। শার্দূল ঠাকুর ১১ ওভারে ৫৫ রান দিয়েছেন। রবীন্দ্র জাডেজা ৩৩ ওভারে ১১৭ রান দিয়েছেন। তিনি ২ উইকেট নিয়েছেন। ভারতীয় বোলারদের মধ্যে কিছুটা ভালো করেছেন ওয়াশিংটন সুন্দর। ১৯ ওভারে ৫৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি।