রুটের রেকর্ডে বড় লিড ইংল্যান্ডের
সিরিজে আগের টেস্টের মতো ওল্ড ট্র্যাফোর্ডেও ব্যাট হাতে ঝলকে উঠেছেন জো রুট। টানা দ্বিতীয় ম্যাচে তুলে নিয়েছেন সেঞ্চুরি, এবার পৌঁছে গেছেন দেড়শ রানে। তার ইনিংসের সঙ্গে অলিভার পোপ ও বেন স্টোকসের ফিফটিতে ভর করে শক্ত অবস্থানে ইংল্যান্ড।
অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় দিনে ইংল্যান্ড সংগ্রহ করেছে ৮৯ ওভারে ৩১৯ রান, ৫ উইকেট হারিয়ে। প্রথম ইনিংসে স্বাগতিকদের মোট সংগ্রহ ৭ উইকেটে ৫৪৪ রান, ভারতের চেয়ে এগিয়ে গেছে ১৮৬ রানে।
আগের দিন বল হাতে ৫ উইকেট নেওয়া অধিনায়ক বেন স্টোকস ব্যাট হাতে অপরাজিত আছেন ৭৭ রানে। তবে দিনের সবচেয়ে উজ্জ্বল নাম নিঃসন্দেহে জো রুট। ২৪৮ বলের ইনিংসে ১৪টি চারে ১৫০ রান করেন তিনি।
এই ইনিংসের মাধ্যমে রুট স্পর্শ করেছেন তার ৩৮তম টেস্ট সেঞ্চুরি—যা তাকে কুমার সাঙ্গাকারার পাশে এনে দিয়েছে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায়। পাশাপাশি, রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে টপকে তিনি উঠে এসেছেন টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে (১৩,৪০৯ রান)। তার সামনে এখন কেবল শচীন টেন্ডুলকার (১৫,৯২১)।
তৃতীয় দিনের শুরুতে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২ উইকেটে ২২৫ রান। রুট এবং অলিভার পোপের জুটিতে প্রথম সেশনে আসে ১০৭ রান, কোনো উইকেট না হারিয়ে। রুট ফিফটি পূর্ণ করেন ৯৯ বলে, পোপ করেন ৯৩ বলে।
লাঞ্চের পরপরই পোপকে ফিরিয়ে ১৪৪ রানের জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। এরপর এক ওভার পর ফেরান হ্যারি ব্রুককে। কিন্তু রুট থেমে থাকেননি। এবার জুটি গড়েন স্টোকসের সঙ্গে।
১৭৮ বলে সিরিজে টানা দ্বিতীয় ও ভারতের বিপক্ষে ক্যারিয়ারের ১২তম সেঞ্চুরি তুলে নেন রুট। স্টোকস ফিফটিতে পৌঁছান ৯৭ বলে। পরে পায়ে ক্র্যাম্প নিয়ে ৬৬ রানে মাঠ ছাড়লেও আবার ব্যাট করতে নামেন দিনের শেষে।
এর মধ্যেই রুট ১২০ রান পেরিয়ে টপকে যান রিকি পন্টিংকে। তবে দেড়শ ছোঁয়ার পর রাভিন্দ্র জাদেজার বলে স্টাম্পড হয়ে ফিরতে হয় তাকে।
শেষদিকে জেমি স্মিথ ও ক্রিস ওকসকে ফিরিয়ে ভারত কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। বুমরাহ পান তার প্রথম উইকেট, সিরাজ বোল্ড করেন ওকসকে।
দিন শেষ করেন স্টোকস ও লিয়াম ডসন। চতুর্থ দিনে সেঞ্চুরির সম্ভাবনায় থাকছেন স্টোকস।