সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডার ব্যাখ্যা দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ০৯:৪৬
শেয়ার :
সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডার ব্যাখ্যা দিলেন নেইমার

শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নতুন করে ক্যারিয়ার গড়ার আশায় ছিলেন নেইমার। কিন্তু মাঠের পারফরম্যান্স যেমন হতাশাজনক, তেমনি হারের পর সমর্থকের সঙ্গে তীব্র বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন ব্রাজিলিয়ান এই তারকা। ঘটনার পর সামাজিক মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড।

গত বৃহস্পতিবার সকালে ব্রাজিলিয়ান সেরি আ-তে ইন্তারনাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হারে সান্তোস। এই পরাজয়ে অবনমন অঞ্চলে নেমে যায় ঐতিহ্যবাহী দলটি। ম্যাচের শেষদিকে একটি শট নেইমারের থেকে পোস্টে লেগে পড়ে গোললাইনের কাছাকাছি। তিনি ভেবেছিলেন বল গোললাইন পার হয়েছে, তাই উদযাপনে মেতে ওঠেন এবং কর্নার ফ্ল্যাগ লাথি মেরে ভেঙে ফেলেন। তবে রেফারি গোলের সিদ্ধান্ত না দিলে হতাশ হয়ে পড়েন নেইমার এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

ম্যাচ শেষে আরও বিতর্ক তৈরি হয়। মাঠ ছাড়ার সময় গ্যালারির সামনে দাঁড়িয়ে এক সমর্থকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে নেইমারকে রীতিমতো উত্তেজিত অবস্থায় দেখা যায়। পরে সতীর্থ গোলরক্ষক এসে তাকে সরিয়ে নিয়ে যান।

পরে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ঘটনার ব্যাখ্যা দেন নেইমার। তিনি লেখেন, ‘উত্তেজনার মুহূর্তে যখন আপনাকে অন্যায়ভাবে অপমান করা হয়, তখন অনুভূতি নিয়ন্ত্রণ করা কঠিন। মাঠের পারফরম্যান্স নিয়ে ভক্তরা যখন সমালোচনা করে, আমি কিছু বলি না, কারণ সেটা তাদের অধিকার। কিন্তু ব্যক্তিগত অপমান সহ্য করা যায় না।’

সৌদি আরবের ক্লাব আল-হিলাল থেকে চোটের ধকল সামলে চলতি বছরের জানুয়ারিতে সান্তোসে ফেরেন নেইমার। তবে চোট তার পিছু ছাড়েনি। নিয়মিত খেলা না পাওয়ায় ফর্মেও ফিরতে পারেননি। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৫ ম্যাচে মাঠে নেমে করেছেন মাত্র ৪ গোল।

সান্তোসের প্রতি নিজের ভালোবাসার কথাও জানিয়ে তিনি বলেন, ‘যেদিন মনে করব আমি ক্লাবের কোনো উপকারে আসছি না, সেদিন নিজেই সরে যাব। তবে যতদিন খেলতে পারি, সান্তোসকে তার প্রাপ্য জায়গায় ফেরানোর জন্য সর্বোচ্চটা দিয়ে লড়ব।’