ডাগআউটে ফিরলেন পিরলো

স্পোর্টস ডেস্ক
২৬ জুলাই ২০২৫, ০৯:১৮
শেয়ার :
ডাগআউটে ফিরলেন পিরলো

প্রায় এক বছর কোচিং থেকে দূরে থাকার পর আবার ডাগআউটে ফিরছেন ইতালির বিশ্বকাপজয়ী সাবেক তারকা আন্দ্রেয়া পিরলো। সংযুক্ত আরব আমিরাতের ক্লাব ইউনাইটেড এফসি-র প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ৪৬ বছর বয়সী এই কোচ।

শুক্রবার ক্লাবটি আনুষ্ঠানিকভাবে পিরলোকে নিয়োগ দেওয়ার ঘোষণা দেয়। তবে চুক্তির মেয়াদ বা আর্থিক বিবরণী প্রকাশ করেনি তারা। উল্লেখযোগ্যভাবে, ইউনাইটেড এফসি বর্তমানে আরব আমিরাতের দ্বিতীয় স্তরের পেশাদার ফুটবল লিগে অংশ নিচ্ছে।

২০০৬ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য পিরলো খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখান ২০২০ সালে, জুভেন্টাসের যুবদল দিয়ে। এরপরই তিনি দায়িত্ব নেন মূল দলের, যেখানে একটি ইতালিয়ান কাপ ও একটি সুপার কাপ জেতান। তবে মাত্র এক মৌসুম পরই ক্লাবের সঙ্গে পারস্পরিক সমঝোতায় বিচ্ছেদ ঘটে।

এরপর আরও দুটি ক্লাবে দায়িত্ব নিলেও, সাফল্য তার ধরা দেয়নি। সর্বশেষ তিনি কোচ ছিলেন সাম্পদোরিয়ায়, যেখানে ২০২৪ সালের আগস্টে চাকরি হারানোর পর থেকে ছিলেন বিশ্রামে। প্রায় ১১ মাস পর আবার কোচিংয়ে ফিরছেন তিনি, নতুন চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছেন মধ্যপ্রাচ্যের ফুটবল।