৪১ বছরে ডি ভিলিয়ার্সের ৪১ বলের বিধ্বংসী সেঞ্চুরি

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১৭:০৩
শেয়ার :
৪১ বছরে ডি ভিলিয়ার্সের ৪১ বলের বিধ্বংসী সেঞ্চুরি

আন্তর্জাতিক ক্রিকেট কিংবা আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি লিগ; ব্যাট হাতে ঝড় তোলার জন্য সুপরিচিত এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি পেশাদার ক্রিকেট ছেড়েছেন আরও আগে। তবে ২২ গজে এখনো আলো ছড়িয়ে যাচ্ছেন ৪১ বছর বয়সী ডি ভিলিয়ার্স। 

চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে সেই ঝলক আরও একবার দেখালেন ডি ভিলিয়ার্স। টুর্নামেন্টে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের বিপক্ষে বিধ্বংসী সেঞ্চুরি করেছেন এই তারকা। দারুণ জয় এনে দিয়েছেন দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সকে। 

গতকাল বৃহস্পতিবার রাতে ইংল্যান্ডের দেওয়া ১৫৩ রানের লক্ষ্যে ৪৬ বল বাকি থাকতে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ৭ ছক্কা ও ১৫ চারে ৫১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। এর মধ্যে সেঞ্চুরি পূর্ণ করেন ৪১ বলে। দলের হয়ে দুই-তৃতীয়াংশ রানই করেছেন এই ব্যাটিং গ্রেট।

এটিই প্রথম নয়, চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে দলের আগের ম্যাচেও বিধ্বংসী ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৩ ছক্কা ও ৪টি চারে ৩০ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।

গতকাল সেঞ্চুরি করার পথে ডি ভিলিয়ার্স ফিফটি হাঁকান ২০ বলে। ত্রয়োদশ ওভারে আজমল শাহজাদকে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। ডি ভিলিয়ার্স যখন তাণ্ডব চালান, আরেক পাশে শান্ত ব্যাটিংয়ে সেটি উপভোগ করেন হাশিম আমলা। ৪টি চারে ২৫ বলে ২৯ রান করে ডি ভিলিয়ার্সকে সঙ্গ দিয়ে যান তিনি।