জাভির কোচ হওয়ার আবেদন বাতিল করল ভারত

​ স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১৪:১৮
শেয়ার :
জাভির কোচ হওয়ার আবেদন বাতিল করল ভারত

বেশ কিছুদিন ধরেই ধুঁকছে ভারতীয় ফুটবল। মানোলো মার্কেজের বিদায়ের পর নতুন কোচ খুঁজছে দেশটি। সেই পদে আবেদন করেছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার জাভি হার্নান্দেজও। তবে তার আবেদন হিসাবের মধ্যেই রাখেনি ভারতের ফুটবল ফেডারেশন এআইআইফের টেকনিক্যাল কমিটি। 

জাভি নিজেই তার মেইল আইডি থেকে এই আবেদন পাঠিয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, জাভিকে ভারত বিবেচনায় আনেনি কারণ, এতে চুক্তির আর্থিক শর্ত পূরণ করতে পারবে না তারা। 

এদিকে, জাভিকে বাদ দিলেও তিন জন কোচকে সংক্ষিপ্ত তালিকায় রেখেছে ভারত। তারা হলেন- খালিদ জামিল, স্টিফেন কনস্টানটাইন এবং স্টেফান তারকোভিচ।

বার্সেলোনার হয়ে খেলোয়াড়ি জীবনে প্রচুর ট্রফি জিতেছেন জাভি। ক্লাবটির হয়ে আটটি লা লিগা শিরোপা এবং চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা উঠেছে তার হাতে। স্পেনের হয়ে ২০১০ সালে জিতেছেন বিশ্বকাপ। জাতীয় দলের হয়ে ২০০৮ ও ২০১২ সালের ইউরো জয়েও রেখেছেন বড় ভূমিকা। প্রায় ২৪ বছর ক্লাবটিতে কাটিয়ে আল-সাদে যোগ দেন তিনি। 

২০১৯ সালে খেলোয়াড়ি জীবনের ইতি টেনে একই বছর আল-সাদের কোচ হিসেবে যোগ দেন তিনি। পরে ক্লাবের আর্থিক সংকটের মধ্যে রোনাল্ড কোম্যানের স্থলাভিষিক্ত হয়ে তিনি ২০২১ সালে বার্সেলোনায় ফিরে আসেন। প্রায় তিন মৌসুম ধরে দায়িত্ব পালনের পর, জাভিকে বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা তার দায়িত্ব থেকে অব্যাহতি দেন। এর পর থেকেই বেকারই আছেন জাভি।