বাংলাদেশ সুযোগ দিয়েছে বলেই পাকিস্তান জিততে পেরেছে: কামরান

স্পোর্টস ডেস্ক
২৫ জুলাই ২০২৫, ১২:০৯
শেয়ার :
বাংলাদেশ সুযোগ দিয়েছে বলেই পাকিস্তান জিততে পেরেছে: কামরান

প্রথম দুই টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১১০ রান ও ১২৫ রানে অলআউট করে সিরিজ ঘরে তোলে বাংলাদেশ। তবে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচে পাকিস্তানের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে বাংলাদেশ গুটিয়ে যায় ১০৪ রানে। বিষয়টিকে পাকিস্তানের সাবেক উইকেটকিপার ব্যাটার কামরান আকমল দেখছেন, বাংলাদেশের ছাড় হিসেবে। 

নিজের ইউটিউব চ্যানেলে কামরান বলেছেন, ‘তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ পাকিস্তান জিততে পেরেছে। যদিও আমার মনে হয় বাংলাদেশ জেতার সুযোগ দিয়েছে। আগের দুই ম্যাচে যেভাবে ১১০ রানে অলআউট করেছে, ১৩৩ করে পাকিস্তানকে ১২৫ রানে গুটিয়ে দিয়েছে। মনে হচ্ছিল পাকিস্তান হোয়াইটওয়াশ হবে। তবে ওরা মনে করেছে আমাদের যা উদ্দেশ্য ছিল অর্জন করেছি। এখন যারা বাইরে আছে তাদের সুযোগ দিই।’

পুরো টি-টোয়েন্টি সিরিজে একরকম একাদশ নিয়ে খেলেনি। একটু পরীক্ষা-নিরিক্ষা করেছে লিটন দাসের দল। সবচেয়ে বড় পরিবর্তন হয় শেষ ম্যাচে ৫টি। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের এমন রোটেশন পলিসি পাকিস্তানের শক্তিমত্তার অভাব হিসেবেই মনে করেন কামরান। 

সাবেক এই উইকেটকিপার ব্যাটার বলেন, ‘প্রথম দুই ম্যাচে বাংলাদেশ রোটেশন পলিসিতে খেলেছে। সেটিও পাকিস্তানের সঙ্গে, যারা একসময়ের বিশ্ব চ্যাম্পিয়ন, আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের সঙ্গে নয়।’

এদিকে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে ধারাভাষ্যকার রমিজ রাজা মনে করেন, শেষ টি-টোয়েন্টিতে এত পরীক্ষা-নিরিক্ষা করে ঠিক করেনি বাংলাদেশ, ‘দলে এত পরিবর্তন করতে চাইলে এর একটা নিয়ম আছে। দলে সাধারণত ২-৩ জন ম্যাচ উইনার থাকে, এদের সরানো যাবে না। বাকি জায়গাগুলোতে নতুন খেলোয়াড় খেলানো যেতে পারে। আমার মনে হয়, মোস্তাফিজ বা ইমন (পারভেজ) খেললে এই ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হতো। যদিও পাকিস্তান অনেক রান করেছে, এর পরও এ দুজন থাকলে অধিনায়কের কাছে সুযোগ থাকত।’