এএসআইকে ছুরিকাঘাতকারী যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার

ফুলছড়ি প্রতিনিধি
২৫ জুলাই ২০২৫, ১১:২৪
শেয়ার :
এএসআইকে ছুরিকাঘাতকারী যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার

গাইবান্ধার সাঘাটা থানায় ঢুকে থানার সহকারী উপ- পরিদর্শক (এএসআই) মহসিন আলীর ওপর হামলা করে পালিয়ে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে থানার পিছনের হাই স্কুলের পুকুর থেকে এ যুবকের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের রংপুরের ডুবুরি দল। 

এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে থানায় এএসআই মহসিন আলীর ওপর হামলা চালিয়ে পুকুরে লাফ দেওয়ার পর নিখোঁজ ছিলেন ওই যুবক। সারারাত ধরে পুলিশ ও স্থানীয়রা যুবককে পুকুরে খোঁজাখুঁজি করেন। পুকুরের চারিদিক লোকজন অবস্থান নেওয়ায় হামলাকারী যুবক পুকুর থেকে পালাতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল এ যুবকের মরদেহ উদ্ধার করে।

এ সময় যুবকের পকেট হতে পাওয়া গাইবান্ধা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি'র ১৭১৯ নং প্রবেশ পত্রটির সূত্র থেকে জানা যায়, নিহত যুবকের নাম সিজু মিয়া। তার পিতার নাম দুলাল মিয়া ও মাতার নাম রিক্তা বেগম। 

এদিকে সাঘাটা উপজেলায় স্থানীয়দের মাঝে এ ঘটনাটি চাঞ্চল্যের সৃষ্টি করেছে।