এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনার পর

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১৯:১২
শেয়ার :
এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনার পর

ঢাকায় বসবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এজিএম সভা। তাই আপত্তি জানিয়ে সভায় যোগ না দেওয়ার বার্তা দিয়েছিল ভারত। তাতে এশিয়া কাপ নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা তবে নানা দেন-দরবারের পর অনলাইনে সভায় যোগ দেয় ভারত। তাতে কাটে এশিয়া কাপের মেঘ। যদিও টুর্নামেন্টটির সূচি সম্পর্কে কিছু খোলাসা করা হয়নি। 

আজ বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার দুপুরে এসিসির এই সাধারণ সভাটি হয়। যেখানে এশিয়া কাপ নিয়ে জানতে চাওয়া হলে এসিসি ও পিসিবির সভাপতি মহসিন নকভি বলেন, ‘এটা ঘোষণা করা হবে দ্রুতই। আমরা আলোচনা করছি বিসিসিআইয়ের সঙ্গে। আশা করি, দ্রুত সমাধান করতে পারব।...আমরা এটা দ্রুত ঘোষণা করব।’

ঢাকায় অনুষ্ঠিত এই সভায় সবাইকে উপস্থিত করতে পারার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে কৃতিত্ব দেন নাকভি। যদিও বুলবুল এর কৃতিত্ব দিলেন নকভিকেই। 

এজিএমের সফলতা নিয়ে নকভি বলেন, ‘প্রথমত, এজিএম খুব ভালো হয়েছে। এসিসিতে আমাদের ২৫ জন মেম্বার আছে, সবাই এই সভায় যোগ দিয়েছে। দ্বিতীয়ত, আমি সবার কাছে কৃতজ্ঞ যারা এখানে এসেছে এবং যারা অনলাইনে যোগ দিয়েছে। আমি সত্যিই আমিনুল ভাইকে ধন্যবাদ জানাতে চাই তার ও বিসিবিকে তাদের আতিথেয়তার জন্য, যেভাবে তারা আমাদের দেখভাল করেছে, অসাধারণ এই দুটি দিন স্মরণীয় হয়ে থাকবে। আমি এসিসির পক্ষ থেকে তাদেরকে জানাতে চাই, তারা যেভাবে সবকিছু আয়োজন করেছে।’

এসিসির মধ্যে রাজনীতি দেখতে চান না উল্লেখ করে নকভি বলেন, ‘আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি ক্রিকেটের জন্য কাজ করার। আমরা কেউই আমাদের কোনো সংস্থার ভেতরে রাজনীতি চাই না। দারুণ আবহে খুবই ভালো সভা ছিল। আশা করি, ভবিষ্যতেও এই ধরনের মিটিং করব আমরা।’