টিকিট বিক্রির অর্থ বিমান দুর্ঘটনা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেবে বিসিবি

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১৮:১৯
শেয়ার :
টিকিট বিক্রির অর্থ বিমান দুর্ঘটনা ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দেবে বিসিবি

বাংলাদেশ–পাকিস্তান সিরিজের তৃতীয় টি–টোয়েন্টির টিকিট বিক্রির অর্থ দেশের দুইটি ঘটনায় বিপর্যস্তদের মানবিক সহযোগিতার জন্য ব্যয় করা হবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এর মধ্যে একটি হচ্ছে সম্পতি উত্তরার মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তা। অপরটি হচ্ছে ২০২৪ সালের জুলাই গণঅভ্যূত্থানে শহিদ ও আহতদের পরিবারের সহায়তায় গঠিত ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’-এ সহায়তা। 

আজ বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগে এই ঘোষণা দেয় বিসিবি। 

প্রসঙ্গত, গত সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়। এই ঘটনায় অন্তত ২৯ জন আহত ও এক শ’রও বেশি মানুষ আহত হয়। আর গত বছরের জুলাই-আগস্টে অভ্যুত্থানে হতাহত হয় হাজার হাজার নাগরিক। তাদের সহায়তায়ই এবার এগিয়ে এল বিসিবি।