পান্তকে নিয়ে নতুন তথ্য দিল ভারতীয় বোর্ড

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১৭:২১
শেয়ার :
পান্তকে নিয়ে নতুন তথ্য দিল ভারতীয় বোর্ড

রিশাভ পান্ত। ছবি: সংগৃহীত

ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে ইনজুরিতে পড়েন ভারতীয় ব্যাটার রিশাভ পান্ত। এরপরই বেশিরভাগ ভারতীয় গণমাধ্যম ও ইসএসপিএন প্রতিবেদন প্রকাশ করে, সিরিজ থেকে ছিটকে গেছেন রিশাভ পান্ত। তবে এই উইকেটকিপার ব্যাটারকে নিয়ে নতুন তথ্য দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

বিসিসিআইয়ের পক্ষ থেকে এক্সে দেওয়া এক বার্তায় বলা হয়, ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে ইনজুরিতে আক্রান্ত রিশাভ পান্ত ম্যাচের বাকি সময়ে আর উইকেটকিপিং করবেন না। তার জায়গায় দায়িত্ব পালন করবেন ধ্রুব জুরেল। ইনজুরি সত্ত্বেও দলের সঙ্গে দ্বিতীয় দিন যোগ দিয়েছেন পান্তি। এবং দলের প্রয়োজনে ব্যাটও করবেন তিনি।’

গতকাল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে চোট পান পান্ত। ক্রিস ওকসের করা বল রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। দলীয় ৬৮তম ওভারের সময় তখন ব্যক্তিগত ৩৭ রানে ব্যাট করছিলেন পান্ত। 

আঘাত পেয়েই ফিজিওকে দ্রুত মাঠে আসতে বলেন পান্ত। মাঠেই নেন প্রাথমিক চিকিৎসা। যদিও পায়ে কোনো ওজনই নিতে পারছিলেন না তিনি। পরে মাঠ ছাড়েন গলফ-কার্টে। প্রথম দিনের খেলা শেষের পর স্ক্যান করার জন্য হাসপাতালে যান পান্ত। পরে দেখা যায় পায়ের আঙুল ভেঙে গেছে তার।