ডি ভিলিয়ার্সের বিশ্বসেরা একাদশে কারা

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১৬:৫৩
শেয়ার :
ডি ভিলিয়ার্সের বিশ্বসেরা একাদশে কারা

অবসর নেওয়া ক্রিকেটারদের নিয়ে চলছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল)। সেই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নসকে নেতৃত্ব দিচ্ছেন এবিডি ভিলিয়ার্স। ছয় দলের এই টুর্নামেন্ট চলাকালে নিজের স্বপ্নের বিশ্বসেরা একাদশ বেছে নিয়েছেন এই তারকা। 

ডি ভিলিয়ার্স তার বিশ্বসেরা একাদশে ওপেনার হিসেবে রেখেছেন স্বদেশি গ্রায়েম স্মিথ ও অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেনকে। তিন নম্বরে অস্ট্রেলিয়ার ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিং। মিডল অর্ডারে দক্ষিণ আফ্রিকার সাবেক এই তারকা রেখেছেন ‘ফ্যাব ফোর’-এর তিন সদস্য বিরাট কোহলি, স্টিভেন স্মিথ ও কেন উইলিয়ামসনকে। 

বিশ্বসেরা এই একাদশের সাত নম্বর ব্যাটার ও উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে। 

বোলিং বিভাগে নতুন বলে পাকিস্তানের সুইং কিংবদন্তি মোহাম্মদ আসিফের সঙ্গে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার মিচেল জনসনকে। স্পিন আক্রমণে শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে আছেন অস্ট্রেলিয়ার প্রয়াত লেগ স্পিনার শেন ওয়ার্ন। 

মজার বিষয় হলো, ডি ভিলিয়ার্স তার একাদশে কোনো অলরাউন্ডারকে অন্তর্ভুক্ত করেননি। এর ফলেই দলে মাত্র চারজন বিশেষজ্ঞ বোলার আছেন। তিনি গ্লেন ম্যাকগ্রাকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রেখেছেন। ইংল্যান্ড বা ওয়েস্ট ইন্ডিজের কোনো তার একাদশে জায়গা পাননি।

ডি ভিলিয়ার্সের সর্বকালের সেরা একাদশ:

গ্রায়েম স্মিথ, ম্যাথু হেইডেন, রিকি পন্টিং, বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, এমএস ধোনি, মিচেল জনসন, মোহাম্মদ আসিফ, মুত্তিয়া মুরালিধরন, শেন ওয়ার্ন।

দ্বাদশ খেলোয়াড়: গ্লেন ম্যাকগ্রা