ম্যানচেস্টার টেস্টে ব্যাট করতে পারবেন ভারতের ১০ জন
ইংল্যান্ড ও ভারতের মধ্যকার অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফি থেকে ছিটকে পড়েছেন রিশাভ পান্ত। আগামী ৬ সপ্তাহ পান্তকে মাঠের বাইরে থাকতে বলেছেন চিকিৎসক। ফলে একজন কম ক্রিকেটার নিয়েই ম্যানচেস্টার টেস্টের বাকি ৪ দিন ব্যাটিং করতে হবে ভারতকে।
গতকাল বুধবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনে চোট পান পান্ত। ক্রিস ওকসের করা বল রিভার্স সুইপ করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন তিনি। দলীয় ৬৮তম ওভারের সময় তখন ব্যক্তিগত ৩৭ রানে ব্যাট করছিলেন পান্ত।
আঘাত পেয়েই ফিজিওকে দ্রুত মাঠে আসতে বলেন পান্ত। মাঠেই নেন প্রাথমিক চিকিৎসা। যদিও পায়ে কোনো ওজনই নিতে পারছিলেন না তিনি। পরে মাঠ ছাড়েন গলফ-কার্টে। প্রথম দিনের খেলা শেষের পর স্ক্যান করার জন্য হাসপাতালে যান পান্ত। পরে দেখা যায় পায়ের আঙুল ভেঙে গেছে তার। আজ টেস্টের দ্বিতীয়দিন মাঠেও আসছেন না তিনি।
পান্ত ছিটকে যাওয়ায় ভারতের হয়ে উইকেটকিপিং করবেন ধ্রুব জুরেল। যদিও ব্যাটিং করতে পারবেন না তিনি। এই কারণেই, ম্যানচেস্টার টেস্টের বাকি ৪ দিন ১০ জন নিয়ে ব্যাটিং করতে হবে ভারতকে।
পান্ত ভারতের ইনজুরির মিছিলের সবশেষ সদস্য। এর আগে ইনজুরিতে আক্রান্ত হয়েছেন আকাশ দীপ, আর্শদীপ সিং, নীতিশ কুমার রেড্ডির মতো ক্রিকেটাররা। এর মধ্যে নীতিশ পুরো সিরিজ থেকেই ছিটকে গেছেন।