জার্মানিকে বিদায় করে ফাইনালে স্পেন

স্পোর্টস ডেস্ক
২৪ জুলাই ২০২৫, ১৪:০৭
শেয়ার :
জার্মানিকে বিদায় করে ফাইনালে স্পেন

স্পেন ১১২ মিনিট ধরে মরিয়া চেষ্টা চালিয়েও জার্মানির দুর্দান্ত কৌশল ও জমাট রক্ষণভাগে আটকে পড়েছিল। অবশেষে ১১৩তম মিনিটে সেই প্রতিরোধ ভেঙে ফেলে স্পেন। এই গোলেই উইমেন’স ইউরোর সেমিফাইনালে জার্মানিকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছে স্প্যানিশরা।

ম্যাচের ভাগ্য বদলে দেওয়া সেই গোলটি করেন বার্সেলোনা তারকা মিডফিল্ডার আইতানা বনমাতি। অসুস্থতার কারণে টুর্নামেন্টে তার খেলা নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তিনিই হয়ে উঠলেন স্পেনের নায়ক। ২৭ বছর বয়সী এই খেলোয়াড়ের দারুণ দলীয় আক্রমণ থেকে গোলটি এনে দেন স্পেনকে প্রথম ইউরো ফাইনালের দ্বারপ্রান্তে।

এই জয়ে ইউরোর ইতিহাসে জার্মানির বিপক্ষে প্রথমবার জয় পেল স্পেন। ইউরো সেমিফাইনালে এটিই জার্মান মেয়েদের দ্বিতীয় পরাজয়— আগে ১০ বার সেমিফাইনাল খেলে ৯ বারই জিতেছিল তারা।

স্পেনের জয় নিশ্চিত করেছে ২০২৩ নারী বিশ্বকাপের ফাইনালের পুনরাবৃত্তি। সেবার ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। এবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালেও মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও স্পেন।

সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত এই ম্যাচে স্পেন বলের দখলে ছিল সম্পূর্ণ আধিপত্যে—ম্যাচের ৬৭ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। গোলের উদ্দেশে নেয় ২২টি শট, যার ৯টি ছিল লক্ষ্যে। যদিও জার্মানির কঠিন প্রতিরক্ষা বারবার ঠেকিয়ে দেয় স্পেনকে, কিন্তু শেষ মুহূর্তে এসে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় তারা।

বিজয়ের মুহূর্তে উল্লাসে মেতে উঠেছিল স্প্যানিশ দল, আর হতাশায় ডুবে কান্নায় ভেঙে পড়েন জার্মান খেলোয়াড়রা।

ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী রবিবার, সুইজারল্যান্ডের বাজেলে। ইংল্যান্ড শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে, আর স্পেনের লক্ষ্য— প্রথম ইউরো শিরোপা জয়।