‘বড় ভাই হিসেবে’ এসিসি সভায় যোগ দিচ্ছে ভারত
ঢাকায় আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালভাবে যোগদানের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রস্তুত। আজ বুধবার ভারতীয় গণমাধ্যমগুলো এই তথ্য জানায়।
গত কয়েক সপ্তাহ ধরেই ঢাকায় অনুষ্ঠেয় এসিসির সভায় ভারতের যোগ দেওয়া নিয়ে বাড়ছিল জল্পনা। মূলত বাংলাদেশের সঙ্গে ভারতের চলমান রাজনৈতিক সঙ্কটের কারণেই এই জল্পনা বাড়ছিল। আজ বুধবার নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ‘স্পোর্টসস্টার’কে নিশ্চিত করেছেন যে বিসিসিআই ‘বড় ভাই হিসেবে কাজ করবে এবং ভার্চুয়ালভাবে সভায় যোগ দেবে।’
বিসিসিআইয়ের পক্ষ থেকে সহসভাপতি রাজীব শুক্লা অনলাইনে এসিসি সভায় যোগ দেবেন। বিসিসিআই ছাড়াও শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান শাম্মী সিলভা অসুস্থ থাকায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় উপস্থিত থাকবেন।
প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ভারত ও শ্রীলংকার সঙ্গে এসিসির সভায় যোগ দেবে না ওমান ও আফগানিস্তান। তবে আফগানিস্তান ও ওমান এরই মধ্যে সভায় যোগদান নিশ্চিত করেছে।
ভারতের যোগ দেওয়ার খবরে আসন্ন এশিয়া কাপ নিয়ে আর কোনো জটিলতা থাকার কথা নয়। এর আগে, ঢাকায় সভাটির আয়োজন নিয়ে আপত্তি জানিয়ে বিসিসিআই তা অন্য কোথাও স্থানান্তর করতে বলেছিল। ঢাকা থেকে সভাটি অন্য কোথাও না সরালে এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হবে না বলে হুমকিও দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে।