ইংল্যান্ডে হাজার রান পূর্ণ করে রাহুলের রেকর্ড

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ২১:৪৯
শেয়ার :
ইংল্যান্ডে হাজার রান পূর্ণ করে রাহুলের রেকর্ড

ইংল্যান্ডে ১ হাজার টেস্ট রান পূর্ণ করেছেন ভারতের ওপেনার লোকেশ রাহুল। আজ ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে দারুণ এক ফিফটি ছোয়া ইনিংস খেলে এই রেকর্ড গড়েন রাহুল। মাত্র পঞ্চম ভারতীয় ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েন রাহুল।

এর আগে, ইংল্যান্ডে ১ হাজারের বেশি রান করেছেন শচীন টেন্ডুলকার (১ হাজার ৫৭৫), রাহুল দ্রাবিড় (১ হাজার ৩৭৬), সুনীল গাভাস্কার (১ হাজার ১৫২) ও বিরাট কোহলি (১ হাজার ৯৬)। মাত্র ১২ টেস্টেই ইংল্যান্ডে হাজার রানের কীর্তি স্পর্শ করলেন রাহুল। এর মধ্যে চারটি সেঞ্চুরি ও ২টি ফিফটি হাঁকিয়েছেন তিনি। যেখানে সর্বোচ্চ স্কোর ১৪৯। 

এছাড়াও, সুনীল গাভাস্কারের পর ইংল্যান্ডের মাটিতে হাজার রান করা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটারও রাহুল। বিদেশের মাটিতে হাজার রান এই দুজন ছাড়া অন্য কোনো ভারতীয় ওপেনারেরই নেই। গাভাস্কার অবশ্য এই কীর্তি ইংল্যান্ড ছাড়াও তিনটি দেশে দেখিয়েছেন। 

বিদেশের মাটিতে হাজার রান ছাড়ানো ভারতীয় ওপেনার

১ হাজার ৪০৪: ওয়েস্ট ইন্ডিজে সুনীল গাভাস্কার

১ হাজার ১৫২: ইংল্যান্ডে সুনীল গাভাস্কার

১ হাজার ১: পাকিস্তানে সুনীল গাভাস্কার

১ হাজার*: ইংল্যান্ডে লোকেশ রাহুল