ইমাদের পরকীয়ার গুঞ্জনের মধ্যে স্ত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ২০:৩২
শেয়ার :
ইমাদের পরকীয়ার গুঞ্জনের মধ্যে স্ত্রীর ইঙ্গিতপূর্ণ পোস্ট

বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে, সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার নাইলা রাজার সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত পাকিস্তানের সাবেক ক্রিকেটার ইমাদ ওয়াসিম। এর মধ্যেই সেই জল্পনাকে উসকে দিল ইমাদের স্ত্রী সানিয়া আশফাকের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট। 

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সানিয়া লিখেছেন, ‘নীরবতাকে প্রমাণের অভাব হিসেবে ধরা উচিত না। আমি সাবধানে চিন্তা করার পর সঠিক সময়টি বেছে নিচ্ছি।’

এর আগে, চলতি মাসের শুরুতে ইনস্টগ্রামে এক আবেগঘন পোস্ট দেন সানিয়া। সন্তান জায়ানের জন্মের পর লিখেছেন, ‘৯ মাস ধরে আমিই শুধু তোমাকে পেটে ধরেছি। আগামীর পথে আল্লাহ আমাকে আরও শক্তি দিক।’ দুইটি পোস্টেই ইমাদের অনুপস্থিতি তাদের বিচ্ছেদ সম্ভাবনাকে আরও জোড়াল করেছে। 

এছাড়া ইমাদ ওয়াসিমের সঙ্গের সব ছবিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে দিয়েছেন সানিয়া। বায়োতেও এনেছেন পরিবর্তন। যেখানে আগে লেখা ছিল ‘ইমাদ ওয়াসিমের স্ত্রী’, সেখানে এখন লেখা, ‘আনায়া ইমাদ ও রায়ান ইমাদের মা’। 

যদিও ইমাদের ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনো সানিয়ার ছবি রয়েছে। একে অপরকে অনুসরণও করেন তারা। 

এই বিষয়ে ইমাদ ওয়াসিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনও পাওয়া যায়নি। তবে লন্ডনে এক নারীর তার পাশে হেঁটে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার পর বিতর্কে জড়িয়ে পড়া নায়লা রাজা গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেছেন, ‘আমিও একজন নারী। আমি মর্যাদা, কঠোর পরিশ্রম এবং আত্মসংযম দিয়ে আমার জীবন গড়ে তুলেছি। দয়া করে ভিত্তিহীন অনুমান করা বন্ধ করুন।’