এবার অলিম্পিক আয়োজন করতে চায় কাতার

স্পোর্টস ডেস্ক
২৩ জুলাই ২০২৫, ১৫:৩৯
শেয়ার :
এবার অলিম্পিক আয়োজন করতে চায় কাতার

২০২২ সালে সফলভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। এবার ২০৩৬ সালের অলিম্পিক ও প্যারাঅলিম্পিক আয়োজন করতে চায় উপসাগরীয় এই ছোট অথচ ধনী দেশটি। গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত নিলামে আগ্রহ দেখিয়েছে দেশটি। 

যদি কাতার অলিম্পিক আয়োজনের দায়িত্ব পেয়েই যায়, তাহলে তারাই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মধ্যে এই টুর্নামেন্ট আয়োজনকারী প্রথম দেশ হবে। বিষয়টি জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরহমান আল-থানি। 

কাতার নিউজি এজেন্সিকে এক বিবৃতিতে তিনি বলেন, ‘২০৩৬ সালের অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস আয়োজনের জন্য কাতার অলিম্পিক কমিটি (কিউওসি) কর্তৃক জমা দেওয়া আনুষ্ঠানিক দরপত্র কাতারের যাত্রায় একটি নতুন মাইলফলক। এই দরপত্র কাতারের প্রধান আন্তর্জাতিক ক্রীড়া ইভেন্ট, বিশেষ করে ২০২২ সালের ফিফা বিশ্বকাপ সফলভাবে আয়োজনের প্রমাণিত রেকর্ডের ওপর ভিত্তি করে তৈরি।’

যদিও সেই বিশ্বকাপ নিয়ে প্রশ্নও তুলেছিল অ্যামেনেস্টি ইন্টারন্যাশনালসহ অন্য মানবাধিকার সংস্থাগুলো। তারা জানিয়েছিল, বিশ্বকাপ আয়োজনের পথে অবকাঠামো তৈরির পথে মারা গেছেন অনেক বিদেশি অভিবাসী। যদিও কাতার বলছে, এই সময়ে মাত্র ৩৭ জন মারা গেছেন। যার মধ্যে কাজ করতে গিয়ে মৃত্যুবরণ করেছেন। 

প্রত্যেক মৌসুমে অলিম্পিক গেমস ভিন্ন ভিন্ন মহাদেশেই সাধারণত আয়োজিত হয়। ২০২৪, ২০২৮ ও ২০৩২ সালের আসরগুলো যথাক্রমে ইউরোপ, উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলে আয়োজিত হয়েছে ও হওয়ার অপেক্ষায় আছে। হিসাব অনুযায়ী, পরের আসরটি এশিয়া বা আফ্রিকাতেই হওয়ার কথা।