বনানী থানার শাহজাহান হত্যা মামলায় আনিসুল-ইনু গ্রেপ্তার

আদালত প্রতিবেদক
২৩ জুলাই ২০২৫, ১৩:০৫
শেয়ার :
বনানী থানার শাহজাহান হত্যা মামলায় আনিসুল-ইনু গ্রেপ্তার

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও হাসানুল হক ইনুকে বনানী থানার শাহজাহান হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। 

আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজাহারুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। 

এদিন এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর জন্য কারাগার থেকে আদালতে হাজির করে কারাকর্তৃপক্ষ।

গ্রেপ্তার দেখানোর আবেদনে বলা হয়, মামলার এজাহারনামীয় ও অজ্ঞাত আসামিরা খুনি স্বৈরশাসক, স্বৈরশাসকের সহযোগী, দেশের সম্পদ লুণ্ঠনকারী, ক্ষমতার অপব্যবহারকারী ফ্যাসিবাদী, গণতন্ত্রবিরোধী, মানবাধিকার হরণকারী, গণহত্যাকারী। বাদীনির ছেলে ওই মামলার ভিকটিম মো. শাহজাহান (২২) গত বছরের ১৯ জুলাই দুপুরে হোটেলে খাবার খেয়ে ফেরার পথে দেশের ক্রান্তিলগ্নে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আহ্বানে বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভারের নিচে একটি শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করে। 

ওই শান্তিপূর্ণ মিছিলে এজাহানামীয় ১-২৭নং আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশনায় ও যোগসাজসে এবং পূর্ব পরিকল্পনায় ২৮-৯৭নং আসামিসহ আরও অজ্ঞাতনামা আওয়ামী লীগের নেতাকর্মীরা ষড়যন্ত্রের অংশ হিসেবে বেআইনিভাবে একত্রিত হয়ে নিরন্ত্র ছাত্র-জনতাকে পরিকল্পিতভাবে হামলার মাধ্যমে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মো. শাহাজাহানের একটি গুলি নাভির নিচে এসে লাগে আরও একটি গুলি বুকে এসে লাগে এবং আরও একযোগে হামলা ও নির্বিচারে গুলি বর্ষণ শুরু করে। 

ওই হামলার মধ্যে পড়ে এই মামলার ভিকটিমের ডান হাতের এক প্রান্তে গুলি লাগে। ভিকটিম গুলিবিদ্ধ হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকলে এজাহারে উল্লেখিত সাক্ষীসহ মিছিলে অংশগ্রহণকারীরা ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই শাহাজাহান মৃত্যুবরণ করে।

মামলার তদন্ত অব্যাহত আছে। আসামিদের বিরুদ্ধে মামলার ঘটনার সহিত জড়িত থাকার তথ্য প্রমাণ পাওয়া গেছে। আসামিদের মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।